দুর্নীতি রোধে বদ্ধপরিকর, শেয়ার মার্কেট অপারেটরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ SEBI-র!

Last Updated:

মনে করা হচ্ছে এই সংস্থাগুলো স্টকের দামের হেরফের করার জন্য Telegram-এর মতো চ্যাট অ্যাপের ব্যবহার করেছে।

#নয়াদিল্লি: শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য ছোট ও নতুন বিনিয়োগকারীরা শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন মতামত ও টিপসের অনুসন্ধান করে। কী ভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত, কোথায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার আশা রয়েছে ইত্যাদি বিষয়ে তারা জানার চেষ্টা করে। বিভিন্ন মার্কেট অপারেটররা এই ধরনের বিনিয়োগকারীদের ঠকিয়ে মুনাফা করার চেষ্টা করে।
লক্ষ্য করলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের Telegram Group ও WhatsApp Group-এ শেয়ার ক্রয় করার বিভিন্ন রকমের টিপস দেওয়া হয়। সেই সকল গ্রুপে লাখের ওপর মেম্বার থাকার কারণে সেই সকল টিপস নতুন ও ছোট বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করে। এর ফলে নতুন ও ছোট বিনিয়োগকারীরা সেই সব অপারেটরদের বলে দেওয়া স্টক ক্রয় করে। কিন্তু সেই স্টক ওপরে ওঠার বদলে নিচে নামতে থাকে এবং বিনিয়োগকারীর বিপুল লোকসান হয়। এটিকে এক রকমের স্ক্যামও বলা যেতে পারে।
advertisement
advertisement
বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India), সংক্ষেপে সেবি (SEBI) এই ধরনের মার্কেট অপারেটরদের দুর্নীতি বন্ধ করতে বদ্ধপরিকর। বুধবার সেবির আধিকারিকরা গুজরাতের (Gujrat) আহমেদাবাদ (Ahmedabad) ও মেহসানার (Mehsana) তিনটি ফার্মের কার্যালয়ে 'সার্চ অ্যান্ড সিজার' (Search And Seizure) অভিযান চালায়। মনে করা হচ্ছে এই সংস্থাগুলো স্টকের দামের হেরফের করার জন্য Telegram-এর মতো চ্যাট অ্যাপের ব্যবহার করেছে।
advertisement
সেবি বাজেয়াপ্ত করেছে মোবাইল ফোন
সেবির আধিকারিকারা 'সার্চ অ্যান্ড সিজার' অভিযান চালানোর সময় সেই সংস্থার কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সেবির আধিকারিকারা দেখেছে যে তারা নিজেরা যে স্টক ক্রয় করেছে সেটি অন্যদেরও ক্রয় করিয়েছে। ইকোনমিক্স টাইমসের রিপোর্টে জানানো হয়েছে যে গুজরাতের এই অপারেটররা বাই ট্রেড, সেল টুমরো অর্থাৎ আজ ক্রয় করে কাল বিক্রয় পদ্ধতিতে কাজ করত। এই পদ্ধতিতে শেয়ার বিক্রয় করার এক দিন আগে তা ক্রয় করা হত।
advertisement
এই ধরনের ফার্মের কাজ
এই ধরনের ফার্ম প্রথমে একটি নির্দিষ্ট দামে কয়েকটি শেয়ার ক্রয় করে। এর পর সেই শেয়ার ক্রয় করার জন্য Telegram অ্যাপের মাধ্যমে মেসেজ করা হয়। এর পর সেই স্টক অন্যেরা ক্রয় করা শুরু করলে তার দাম ওপরে উঠতে শুরু করে এবং সেই ফার্মের মার্কেট অপারেটররা নিজেদের শেয়ার বিক্রি করে দেয়। এই ধরনের Telegram Group-এ সাধারণত লাখের ওপরে সদস্যসংখ্যা থাকে। এর ফলে সহজেই এই ধরনের স্ক্যাম ঘটানো সম্ভব হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দুর্নীতি রোধে বদ্ধপরিকর, শেয়ার মার্কেট অপারেটরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ SEBI-র!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement