ওভার টাইমের টাকা ফেরত দিন! কর্মীদের SBI-নির্দেশ, কেন?
Last Updated:
সব কটি ব্যাঙ্কের মোট ৭০ হাজার কর্মীর থেকে ওভার টাইমের জন্য দেওয়া টাকা চেয়ে পাঠালো এসবিআই ৷
#নয়াদিল্লি: নোটবন্দির পরে বাতিল নোট জমা দেওয়ার সেই বিশাল ভিড় দিনের পর দিন সামলেছিলেন ৷ ওভার টাইম কাজ করতে হয়েছিল রোজ ৷ সেই দিনগুলিতে ওভার টাইম কাজের জন্য পরে কর্মীদের ক্ষতিপূরণ দিয়েছিল এসবিআই ৷ এ বার সেই টাকা ফেরত নিয়ে চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
আরও পড়ুন: এসবিআই গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক
কেন এই সিদ্ধান্ত এসবিআই-এর?
২০১৭ সালের পয়লা এপ্রিল স্টেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হয় স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর ও স্টেট ব্যাঙ্ক অফ বিকানির অ্যান্ড জয়পুর ৷ সব কটি ব্যাঙ্কের মোট ৭০ হাজার কর্মীর থেকে ওভার টাইমের জন্য দেওয়া টাকা চেয়ে পাঠালো এসবিআই ৷
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় এসবিআই লাইফের নতুন আঞ্চলিক অফিস
এসবিআই-এর বক্তব্য, ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির সময় ওই ব্যাঙ্কগুলির সঙ্গে সংযুক্তিকরণ হয়নি এসবিআই-এর ৷ তা হলে এসবিআই-এর ওভার টাইমের ক্ষতিপূরণ কেন অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির কর্মীরা ভোগ করবেন ৷ ওই টাকা শুধুই এসবিআই-এর নিজস্ব কর্মীদের প্রাপ্য ৷
স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলির ৭০ হাজার কর্মী ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 9:00 PM IST