এসবিআই গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্ক
Last Updated:
ডেবিট কার্ড জালিয়াতিতে উদ্বিগ্ন স্টেট ব্যাঙ্ক ৷ জালিয়াতের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল এসবিআই ৷
#মুম্বই: ডেবিট কার্ড জালিয়াতিতে উদ্বিগ্ন স্টেট ব্যাঙ্ক ৷ জালিয়াতের ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের সতর্ক করল এসবিআই ৷ গ্রাহকদের উদ্দেশ্যে এসবিআইয়ের বার্তা, ‘কার্ড ব্যবহার করে শুধুমাত্র এসবিআই এটিএম থেকেই টাকা তুলুন ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুরক্ষিত থাকতে এসবিআই এটিএম ব্যবহার করাই শ্রেয় ৷’ একইসঙ্গে এসবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দুসপ্তাহের মধ্যে ছয় লক্ষ গ্রাহকের এটিএম কার্ড বদল করে নতুন কার্ড ইস্যু করবে ব্যাঙ্ক ৷
প্রায় ৬.২৫ লক্ষ ডেবিট কার্ড ব্লক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও তার সহযোগী ব্যাঙ্কগুলি ৷ থার্ড পার্টি এটিএমগুলি সন্দেহজনক লেনদেনের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে তা নজরে এসেছে ব্যাঙ্কগুলির ৷ তাই গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কার্ড হোল্ডারদের আগে থেকে না জানিয়েই কার্ডগুলি ব্লক করে দেওয়া হয়েছে ৷ এরপর ই-মেল ও এসএমএস-র মাধ্যমে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে ৷ গ্রাহকদের তাদের নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে আবার ডেবিট কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে ৷
advertisement
advertisement
SBI-র চিফ টেকনলজি অফিসার শিব কুমার ভাসিন জানিয়েছেন, ‘০.২৫ শতাংশ কার্ড ব্লক করা হয়েছে ৷ আমরা জানতে পেরেছি যে গ্রাহকরা এই কার্ডগুলি এমন কয়েকটি এটিএমে ব্যবহার করেছেন যেগুলিতে ভাইরাস রয়েছে ৷ এই এটিএমগুলি হিতাচি পেমেন্ট সার্ভিসেস পরিচালিত হোয়াইট লেভেল এটিএম ৷’ তাই কোনও রকম প্রতারণা বা অপব্যবহার এড়াতে এই কার্ডগুলি ব্লক করা হয়েছে ৷
advertisement
এবছরের জুলাই মাস পর্যন্ত ২০.২৭ কোটি ডেবিট কার্ড ইস্যু করা হয়েছে ৷ তার মধ্যে ০.২৫ % অথার্ৎ ৫.০৭ লক্ষ কার্ড ব্লক করা হয়েছে ৷ SBI-এর সহযোগী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা ২৫ কোটি ডেবিট কার্ড ইস্যু করেছে ৷
view commentsLocation :
First Published :
October 21, 2016 3:43 PM IST