SBI : আপনার সন্তানের ভবিষ্যত গড়বে এসবিআই

Last Updated:

এই অ্যাকাউন্টে সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে যার ভবিষ্যত সব থেকে উজ্জ্বল

#নয়াদিল্লি: যদি আপনার ঘরে বাচ্চাকাচ্চা থাকে আর আপনি তাদের ব্যাঙ্কা অ্যাকাউন্ট কুলতে চাইছেন ৷ বা আপনি নিজেই বাচ্চা, আপনার জন্য এসবিআই বাচ্চাদের জন্য এক নতুন স্কিম নিয়ে আসতে চলেছে ৷ এই প্রকল্পের নাম পহেলা কদম অউর পহেলা উড়ান যার বাংলায় অর্থ প্রথম পদক্ষেপ জীবনের চলার পথের ৷
এই অ্যাকাউন্টে সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে যার ভবিষ্যত সব থেকে উজ্জ্বল ৷ এর সঙ্গে এই ধরনের প্রকল্পে আছে এমন সুবিধা যার ফলে কোনও সন্তান এর অপপ্রয়োগ করতে পারবেনা ৷ ১৮ বছরের সন্তানদের জন্য তাদের অভিভাবকেরা অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
এই ব্যাঙ্ক অ্যকাউন্টে যে সুবিধাগুলি আপনি পাবেন সেগুলি হল ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের সুবিধা ৷ এই অ্যাকাউন্ট দু'ধরনের ৷ ১০ বছরের কম বাচ্চাদের জন পহেলি উড়ান ১০ বছরের বড় বাচ্চাদের জন্য ৷ যারা সই করতে পারবে তবে বাবা মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে থাকতে হবে ৷
advertisement
advertisement
যে যে সুবিধাগুলি পাওয়া যাবে এই অ্যাকাউন্টে
এই অ্যাকাউন্টে কোনও মাসিক ব্যালান্স মেনটেন করতে হবেনা অর্থাৎ এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্স ৷
সর্বাধিক ১০ লক্ষ টাকা রাখা যাবে ৷
মিলবে ইন্টারেনট ব্যাঙ্কিং সুবিধা থাকবে ৷
প্রতিদিন ৫০০০ টাকা তোলার সুবিধা থাকবে ৷ যেখানে বিল পেমেন্ট, ই টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট , ইন্টার ব্যাঙ্ক পান্ডস ট্রান্সপার তবে শুধুমাত্র এএফটির মাধ্যমে ৷
advertisement
চেকবুকের সুবিধা পাবেন ৷ ১০ পাতার চেকবুক শুরুতেই দেওয়া হবে ৷
এটিএম কাম ডেবিটকার্ডের সুবিধা থাকবে ৷ প্রতিদিন ৫০০০ টাকা বেশি তোলা যাবেনা ৷
মোবাইল ব্যাহ্কিং পরিষেবাও মিলবে যাতে ২০০০টাকা পর্যন্ত বিল পেমেন্ট বা টপআপ করা যাবে ৷
এসবিআইয়ের এই নতুন পরিষেবা নতুন করে আপনার সঞ্চয়ের রাস্তা কপুলে দিতে পারে দেখে নিন ৷ যদি দিন মনে হয় খুলতে পারেন এই অ্যাকাউন্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI : আপনার সন্তানের ভবিষ্যত গড়বে এসবিআই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement