কীভাবে আপনার টাকা সুরক্ষিত রাখবেন ? টিপস দিল স্টেট ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এটিএম ফ্রড থেকে বাঁচতে কী করতে হবে সেই পরামর্শই দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷
#নয়াদিল্লি: লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অনলাইন ফ্রডের ঘটনা ৷ আর তাই ৪৪ কোটির বেশি গ্রাহকদের তাদের টাকা সুরক্ষিত রাখার টিপস দিল দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ট্যুইটে এসবিআই-এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ এটিএম ফ্রড থেকে বাঁচতে কী করতে হবে সেই পরামর্শই দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ এসবিআই এর তরফে দেওয়া সহজ ও স্মার্ট টিপস ব্যবহার করে নিজেদের টাকা সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহকরা ৷
করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে ৷ আর তার মধ্যেই অনলাইন ফ্রডের মামলা দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ গ্রাহকদের এই বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ৷
টাকা সুরক্ষিত রাখতে মেনে চলুন এই নিয়ম-
১) ট্যুইটে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ATM/POS মেশিনে পিন নম্বর এন্টার করার সময় অবশ্যই Keypad ঢেকে নেবেন ৷
advertisement
advertisement
২) এটিএম পিন মনে রাখুন ৷ ভুলেও কার্ডের পিছনে বা অন্য কোথাও লিখে রাখবেন না ৷
৩) কারোর জন্মদিনের উপর পিন নম্বর রাখবেন না ৷
৪) এসএমএস নোটিফিকেশনের জন্য বিকল্প সিলেক্ট করুন এবং ব্যবহারের পর এটিএম রিসিপ্ট ছিঁড়ে ফেলুন ৷
৫) এটিএম মেশিন ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে অপরাধীরা কোনও লুকনো ক্যামেরা সেখানে লাগিয়ে রেখেছি কিনা ৷
advertisement
৬) এসবিআই মিসড কল ব্যাঙ্কিংয়ের বিকল্প সিলেক্ট করুন ৷
৭) ওটিপি, ডেবিট কার্ডের পিন নম্বর ভুলেও কাউকে জানাবেন না ৷
৮) কোনও এসএমএস, ইমেল বা কলের জবাব দেবেন না যেখানে আপনার পিন বা অন্য গোপন তথ্য জানতে চাওয়া হয়েছে ৷
৯) একই সময় একজেনর বেশি ব্যক্তি এটিএম কিয়োস্কে প্রবেশ করার অনুমতি নেই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2020 1:25 PM IST