SBI Alert: SBI-র গ্রাহকরা সাবধান! ভুলেও এই কাজ করবেন না, সারাজীবন পস্তাবে হবে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
SBI Alert: প্রতারকদের পাঠানো লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা এবং আপনার ব্যক্তিগত ডেটা হারানোর ঝুঁকি থাকে
অনেক SBI গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত হুমকিমূলক মেসেজ পাচ্ছেন। এই মেসেজগুলিতে দাবি করা হয়েছে যে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করা হয়েছে। আদতে, এমন সব মেসেজ পাঠানোর পিছনে একধরনের প্রতারকদের হাত রয়েছে। আপনিও যদি এই ধরনের মেসেজ পেয়ে থাকেন, তাহলে এর উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান।
যে নম্বর থেকে এই বার্তাগুলি আসছে তা ব্যাঙ্ক এবং পুলিশকেও জানান।এসবিআই এই ধরনের বার্তা পাঠায় না । গ্রাহকদের বলা হয়েছে যে এ ধরনের এসএমএস-এর উত্তর দেবেন না। এই ধরনের মেসেজ পেলে অবিলম্বে report.phishing@sbi.co.in-এ অভিযোগ করুন। প্রতারকদের পাঠানো লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা এবং আপনার ব্যক্তিগত ডেটা হারানোর ঝুঁকি থাকে।
advertisement
advertisement
আপনার ফোন বা ইমেল-আইডিতে স্ক্যামারের পাঠানো যে কোনও লিঙ্কে ক্লিক করলে স্ক্যামারকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় ডেটা নিয়ে নেয়। তাই ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্যের জন্য জিজ্ঞাসা করা কোনও ইমেল/এসএমএস/হোয়াটসঅ্যাপে উত্তর দেবেন না। এমন কোনও মেসেজ পেলে অবিলম্বে report.phishing@sbi.co.in-এ রিপোর্ট করুন। এছাড়াও আপনি ১৯৩০ কল করতে পারেন।
advertisement
SBI ওয়েবসাইটে বলা হয়েছে কখনই তারা গ্রাহকদের মেসেজ বা মেলের মাধ্যমে কোনও ব্যক্তিগত তথ্য চায় না। বিশেষ করে যে তথ্যে অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য রয়েছে। ফলে এমন কোনও মেসেজ আসলে দ্রুত সতর্ক হয়ে যাইয়াই ভাল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 6:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Alert: SBI-র গ্রাহকরা সাবধান! ভুলেও এই কাজ করবেন না, সারাজীবন পস্তাবে হবে