Salary Hike: কর্মীদের জন্য সুখবর! আগামী বছর ‘ডাবল ডিজিট’ বেতন বাড়ার সম্ভাবনা, গড় স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে ৮.৬%

Last Updated:

Salary Hike Likely to be in Double Digit Next Year: বিশেষজ্ঞরা আশাবাদী, আগামী বছর অর্থাৎ ২০২২-এ স্যালারি ইনক্রিমেন্ট কর্মীদের এ বছরের তুলনায় অনেকটাই ভালো হবে ৷

Representative Image
Representative Image
নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে গত দু’বছরে জীবনটাই যেন আমুল বদলে গিয়েছে ৷ কাজের ধরণ বদলেছে ৷ ব্যবসায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেককে ৷ তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে ৷ সবাই প্রার্থনায় রয়েছেন, করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Covid) আর যাতে না আসুক ৷ কারণ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতেই হিমশিম খেতে হয়েছিল ৷ নতুন করে কিছু হলে পুনরায় বিপদে পড়বেন সাধারণ মানুষ ৷ তবে কোভিড ভ্যাকসিনেশনের (Covid Vaccination) হার দেশে বাড়ছে ৷ করোনা আক্রান্তের সংখ্যাও কমছে ৷ তাই আগামী বছরটা নিয়ে আশাবাদী হওয়া যেতেই পারে ৷ বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন ৷ তাদের ভবিষ্যদ্বাণী, আগামী বছরেই অধিকাংশ সংস্থাই লাভের মুখ দেখবে ৷ কর্মীদের জন্যও ভালো খবর, তাদের ‘ডাবল ডিজিট’ বেতন বৃদ্ধির (Double Digit Salary Increment) সম্ভাবনা রয়েছে ৷ গড় বেতন বৃদ্ধির পরিমাণও কমপক্ষে ৮.৬ শতাংশ হবে বলেই মনে করা হচ্ছে ৷
আইটি সেক্টরেও ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ৷ নতুন কর্মী নিয়োগের পাশাপাশি ১২০-১৩০ শতাংশ ‘স্যালারি হাইক’ দিয়েও অনেককে নেওয়া হচ্ছে ৷ অর্থাৎ সংস্থাগুলি তাদের প্রয়োজনে কর্মীদের উপর বেশি টাকা খরচ করতেও রাজি ৷ করোনাকালে এই ছবিটা কিছুদিন আগেও ছিল সম্পূর্ণ উল্টো ৷ চাকরি পাওয়ার থেকে চাকরি হারানোর সংখ্যাটাই ছিল বেশি ৷ অনেকে এখনও তা কাটিয়ে উঠতে পারেননি ৷ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর ৷ যাদের আগে চাকরি ছিল, তারা অনেকেই চাকরি হারিয়েছেন করোনাকালে ৷ এরপর নতুন করে কিছু পাননি ৷ এমন মানুষের সংখ্যাও প্রচুর ৷ তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা ৷ করোনা কোনওদিনই পুরোপুরি হয়তো নির্মুল আর হবে না ৷ কিন্তু এই রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মানুষের চলে এলেই আবার আগের ছবিটা ফিরে আসবে ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞরা আশাবাদী,  আগামী বছর অর্থাৎ ২০২২-এ স্যালারি ইনক্রিমেন্ট (Salary Increment) কর্মীদের এ বছরের তুলনায় অনেকটাই ভালো হবে ৷ সমীক্ষা বলছে, ২০২১-এ ৯০ শতাংশ সংস্থাই কর্মীদের ইনক্রিমেন্ট (বেতন বাড়ানো) দিয়েছে গড়ে ৮ শতাংশের মতো ৷ ২০২০-তে যা ছিল ৪.৪ শতাংশ ৷ অধিকাংশ সংস্থা গত বছর বেতন বাড়়ানোর কথা ভাবতেই পারেনি ৷ বরং কর্মহীন হয়ে পড়তে হয়েছে প্রচুর সংখ্যায় মানুষকে ৷ কিন্তু এই ট্রেন্ড বদলাচ্ছে ৷ আগামী বছরে বেতন বাড়ার পরিমাণ ‘ডাবল ডিজিট’ বা দু’অঙ্কের হওয়ার সম্ভাবনা বেশি ৷ অর্থাৎ ১০ শতাংশ বা তার বেশি (যার ভাগ্যে যতটা জুটবে) ৷ ফিরে আসতে পারে ২০১৯-এর করোনার আগের ছবিটা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Salary Hike: কর্মীদের জন্য সুখবর! আগামী বছর ‘ডাবল ডিজিট’ বেতন বাড়ার সম্ভাবনা, গড় স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে ৮.৬%
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement