লাখ টাকার উপরে বিল ! রেস্তোরাঁয় ডিনার করার পর বিল দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় ব্যক্তির

Last Updated:

London Expensive Restaurant Bill: লন্ডনের এক দামি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে বিল দেখে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হল এক ব্যক্তির !

Photo: Twitter
Photo: Twitter
লন্ডন: রেস্তোরাঁয় খেতে কার না পছন্দ ৷ ‘এক্সপেনসিভ’ রেস্তোরাঁয় হয়তো সবসময়ে সবার পক্ষে যাওয়া সম্ভব নয় ৷ কিন্তু মাঝেমধ্যে কোনও বিশেষ দিনে যাওয়া যেতেই পারে ৷ তবে তা করতে গিয়ে যে এমন কাণ্ড ঘটবে কে জানত ৷ লন্ডনের এক দামি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে বিল দেখে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হল এক ব্যক্তির !
Nusr-Et Steakhouse রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর যা বিল এল, তা দেখে চক্ষু চড়কগাছ ওই ব্যক্তির ৷ কারণ যত টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল, বিলও হল ঠিক ততটাই ৷ ভাগ্য ভালো যে ব্যাঙ্কে ওই পরিমাণ টাকা ছিল, নাহলে যে কী হত, তা ভেবেই এখন ভয় পাচ্ছেন তিনি ৷ Daily Mail-এর খবর অনুযায়ী বিখ্যাত শেফ Salt Bae-র রেস্তোরাঁতে গিয়েই এই কাণ্ডটা ঘটে তাঁর ৷ বিল আসে ১,৮১২ ব্রিটিশ পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় যা হল ১ লক্ষ ৮১ হাজার ৯৭৭ টাকা !
advertisement
advertisement
রেস্তোরাঁয় খেতে গিয়ে এক লক্ষ টাকা বিল হবে, এমনটা খুব কম মানুষই হয়তো ভাবতে পারেন ৷ খুব শখ করেই ওই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন জামিল আমিন নামের ওই ব্যক্তি ৷ কিন্তু বিল দেখার পর মুখ থেকে আর কোনও কথাই বেরোচ্ছিল না তাঁর ৷ জামিলের সর্বস্ব লুটে নিল ওই রেস্তোরাঁ ৷
advertisement
এই বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷ নেটিজেনরা এত টাকা ডিনারের বিল দেখে প্রত্যেকেই অবাক ৷ অনেকেই কমেন্ট করেছেন, দরকারই বা কী ছিল এমন রেস্তোরাঁয় খেতে যাওয়ার ৷ যা সাধারণ মানুষের পক্ষে খরচ বহন করাই সম্ভব নয় ৷
২০১৭ সালে শেফ সল্ট বে ওই রেস্তোরাঁ তৈরি করেন ৷  খাবার সেখানকার নিঃসন্দেহেই দুর্দান্ত ৷ কিন্তু এত টাকার বিল সত্যি অবিশ্বাস্য ৷ অনেকেই মজা করে প্রশ্ন করেন, যে বার্গার জামিল খেয়েছিলেন, সেটা কী সোনার তৈরি ? নাকি সেটা বিশ্বের সবচেয়ে ভালো বার্গার ? পাশাপাশি একটা রেস্তোরাঁ সার্ভিস চার্জও কীভাবে এত বেশি টাকা নিতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লাখ টাকার উপরে বিল ! রেস্তোরাঁয় ডিনার করার পর বিল দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় ব্যক্তির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement