আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
ভারতের দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এবং বাংলাদেশ দুটি ব্যাঙ্কের মাধ্যমে প্রাথমিক ভাবে রুপিতে ব্যবসা করা যাবে। ইতিমধ্যে টাটা কোম্পানি একটি LC (letter of currency) পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে।
বনগাঁ : পেট্রাপোল বন্দর সূত্রে খবর বাংলাদেশে ডলার কমে যাওয়ার ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। কমে গিয়েছিল আমদানি-রফতানি। বিকল্প হিসাবে রুপিতে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের কথা চলছিল। সেখানে সবুজ সংকেত মিলেছে। প্রশাসন সূত্রে খবর, রুপিতে বানিজ্যের নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে।
ভারতের দুটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এবং বাংলাদেশ দুটি ব্যাঙ্কের মাধ্যমে প্রাথমিক ভাবে রুপিতে ব্যবসা করা যাবে। ইতিমধ্যে টাটা কোম্পানি একটি LC (letter of currency) পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে।
advertisement
advertisement
পেট্রাপোল কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল কুমার সিংহ বলেন, আর বি আই এবং বাংলাদেশের পক্ষ থেকে রুপি এবং টাকায় ব্যবসার একটি চুক্তি হয়েছে। খুব দ্রুত পেট্রাপোল বন্দর দিয়ে রুপিতে ব্যবসা শুরু হবে। ফলে বিদেশি টাকা যেমন সঞ্চয় হবে তেমনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও ভাল হবে। ব্যবসাও বাড়বে। ভারত এবং বাংলাদেশ সরকারের লাভ হবে। ব্যবসায়িক লাভ হবে ।
advertisement
রুপিতে ব্যবসা শুরু হলে আমদানি-রফতানিতে সুবিধা হবে বলে জানিয়েছেন আমদানি রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা৷ তাঁরা বলেন, ডলার ব্যবসা করায় ঝুঁকি থাকে। ডালারের দাম উঠা নামার উপরে লাভ নির্ভর করে৷ অনেক সময় ক্ষতি মুখেও পড়তে হয়। কিন্তু রুপিতে সেই ঝুঁকি থাকবে না। নিজেদের টাকায় ব্যবসা হলে ভারত বাংলাদের মধ্যে ব্যবসা আরও বাড়বে।
advertisement
Aniruddha Kirtaniya
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা