আগামিকাল থেকে ট্রেনে যাত্রা করতে চান ? তাহলে অবশ্যই এটা জেনে নিন....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ট্রেনে যাত্রা করার জন্য রেলের তরফে কিছু শর্ত রাখা হয়েছে ৷
#নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই ১২ মে ২০২০ থেকে ১৫টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ৷ নয়া দিল্লি থেকে বিভিন্ন রাজ্যের মধ্যে মঙ্গলবার থেকে ট্রেন চলবে ৷ এর জন্য সোমবার বিকেল ৪টে থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ স্পেশ্যাল ট্রেনের টিকিট বুকিং কেবল আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে করা যাবে ৷ কাউন্টারে গিয়ে টিকিট বুকিং হবে না ৷ এই বিশেষ ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে বিলাসপুর, ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই পর্যন্ত চলবে ৷ এই ট্রেনে যাত্রা করার জন্য রেলের তরফে কিছু শর্ত রাখা হয়েছে ৷
১) যাত্রীদের ট্রেনের সময়ের ২ ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে ৷
২) যে যাত্রীদের কাছে ভ্যালিড ও কনফার্ম টিকিট থাকবে কেবল তাদের স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হবে ৷
advertisement
৩) সমস্ত যাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ৷ মাস্ক না থাকলে কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে ৷
৪) প্রত্যেক যাত্রীদের স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে ৷
advertisement
৫) সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
৬) করোনার লক্ষণ থাকলে ট্রেনে যাত্রা করতে দেওয়া হবে না ৷
৭) সমস্ত যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ৷ এই অ্যাপ ছাড়া ট্রেনে বোর্ডিং করা যাবে না ৷
৮) ট্রেনে কম্বল বা চাদর দেওয়া হবে না যাত্রীদের ৷ করোনার জেরে এই সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
advertisement
৯ ) যাত্রার সময় রাস্তার খাওয়ার বা জল মিলবে না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2020 2:58 PM IST