Digital Rupee: এক দিনেই ডিজিটাল রুপিতে ২৭৫ কোটির লেনদেন! রিজার্ভ ব্যাঙ্কের চমকে দেওয়া পরিকল্পনা

Last Updated:

Digital Rupee: মানিকন্ট্রোলের প্রকাশ করা প্রতিবেদন অনুযায়ী, আরবিআই গত কাল ডিজিটাল রুপি লেনদেনের জন্য এই ব্যাঙ্কগুলিকে একটি নতুন প্ল্যাটফর্ম দিয়েছে।

বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের
বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের
#নয়াদিল্লি: প্রথম দিনেই কামাল! মাত্র ২৪ ঘণ্টায় ২৭৫ কোটি টাকার লেনদেন হল ডিজিটাল রুপিতে। গত ১ নভেম্বর পাইলট প্রোজেক্টের অংশ হিসেবে ডিজিটাল রুপি চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথম দিনেই ২৭৫ কোটি টাকার সরকারি সিকিউরিটিজে লেনদেন হয়েছে। জানা গিয়েছে যে, ৪৮টি ডিলে এই লেনদেন হয়। ক্লিয়ারিং কর্প অফ ইন্ডিয়া (সিসিআইএল) এই তথ্য প্রকাশ করেছে। উল্লেখ্য, ডিজিটাল রুপির এই পাইলট প্রোজেক্টে মোট ৯টি ব্যাঙ্ক অংশ নিয়েছে।
ডিজিটাল রুপির পাইলট প্রোজেক্টে যে ৯টি ব্যাঙ্ক অংশ নিয়েছে, তারা হল - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি।
নতুন প্ল্যাটফর্ম চালু হয়েছে:
মানিকন্ট্রোলের প্রকাশ করা প্রতিবেদন অনুযায়ী, আরবিআই গত কাল ডিজিটাল রুপি লেনদেনের জন্য এই ব্যাঙ্কগুলিকে একটি নতুন প্ল্যাটফর্ম দিয়েছে। এর নাম এনডিএস-ওম অর্থাৎ ‘নেগোশিয়েটেড ডিলিং সিস্টেম - অর্ডার ম্যাচিং’ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে একই দিনে লেনদেন সম্পন্ন হয়। এই প্ল্যাটফর্মটি ছাড়াও, এখনও পর্যন্ত যে সিস্টেমটি কাজ করছে, সেখানে পরের দিন লেনদেন সম্পন্ন হয়।
advertisement
advertisement
নতুন প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে:
নতুন প্ল্যাটফর্মটি ক্রেতার প্রয়োজনীয়তার বিবরণ দিয়ে একটি নথি (উদ্ধৃতির অনুরোধ) ব্যবহার করে এবং বিক্রেতাকে মূল্য ও অর্থ প্রদানের পাশাপাশি প্রতিক্রিয়া জানাতে বলে। ব্যাঙ্কগুলি এনডিএস-ওএম-এ বিদ্যমান দামের ভিত্তিতে সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয় করতে পারে। একটি বেসরকারি ব্যাঙ্কের ক্যাশিয়ার জানিয়েছেন, ‘লেনদেন শেষ হওয়ার আগে, ব্যাঙ্কগুলি নগদ রিজার্ভ অনুপাতের মধ্যে থাকা নগদকে ডিজিটাল রুপিতে রূপান্তর করার জন্য আরবিআই-এর কাছে একটি আবেদন পাঠিয়েছে’। এই ডিজিটাল রুপি অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয়। আরবিআই-এর সঙ্গে প্রতিটা ব্যাঙ্ক এই অ্যাকাউন্ট খুলেছে। তবে পরবর্তী কালে রিজার্ভ ব্যাঙ্ক তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই লেনদেন সম্পন্ন করবে।
advertisement
এই মাসেই ডিজিটাল রুপির খুচরো ট্রায়াল শুরু হবে:
বর্তমানে পাইকারি লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল রুপি ব্যবহার হচ্ছে। তবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, সাধারণ মানুষ খুচরো লেনদেনের ক্ষেত্রেও ডিজিটাল রুপি ব্যবহার করতে পারবেন। সেই ট্রায়াল এই মাসেই শুরু হবে বলে জানা গিয়েছে। আর ডিজিটাল রুপির ব্যবহারে লেনদেনের খরচ কমবে বলে আশা করছে রিজার্ভ ব্যাঙ্ক।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Digital Rupee: এক দিনেই ডিজিটাল রুপিতে ২৭৫ কোটির লেনদেন! রিজার্ভ ব্যাঙ্কের চমকে দেওয়া পরিকল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement