North Bengal News: রাতের ধূপগুড়িতে এ কার আগমন! CCTV ফুটেজ দেখে ভয়ে কাঁটা শহরবাসী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North Bengal News: এর আগে ধুপগুড়ি শহরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে।
#ধূপগুড়ি: শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ! সিসিটিভি ফুটেজে ধরা পড়া এক প্রাণীর ছবিকে ঘিরে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম পল্লী এলাকায় দীপক রায় নামে এক সেনা কর্মীর বাড়ির সিসিটিভিতে দেখা যায় বাড়ির সামনে দিয়ে চিতা বাঘের মত কোন একটি প্রাণী হেটে যাচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়ারের কর্মীদের । ঘটনাস্থলে ছুটে এসেছেন রেঞ্জার শুভাশিস রায় সহ বনকর্মীরা। ঘটনা স্থলে অসে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন তারা। সিসিটিভিতে প্রাণী আসলে চিতাবাঘ নাকি অন্য কোনো প্রাণী তা খতিয়ে দেখাও হচ্ছে।
এর আগে ধুপগুড়ি শহরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে। বন দফতরের তরফ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিতাবাঘ না হলে এটি একটি জঙ্গল ক্যাট নামক প্রাণী হতে পারে। লুপ্তপ্রায় প্রজাতির এই প্রাণীর দেখা মিলছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। যাকে ঘিরে একশ্রেণীর মানুষ চিতা বাঘের আতঙ্ক বলে প্রচার করছেন। তার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়িতে।
advertisement
advertisement
যদিও ছবি দেখে কিন্তু চিতাবাঘ নয়, এমনটাই জানিয়েছেন বন কর্মীরা। কিছুদিন আগে এই প্রজাতির প্রাণীর একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল ধূপগুড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকা থেকে। অনুমান করা হচ্ছে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি সেই জঙ্গল ক্যাট নামক প্রাণীটিরই সঙ্গী হয়ে থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: যাদবপুরে বিশেষভাবে সক্ষম ছাত্রের সঙ্গে ভয়ঙ্কর র্যাগিং! ২৪ তারিখ বিশেষ বৈঠকে বিশ্ববিদ্যালয়
যদিও ওই সিসিটিভি ফুটেজ এবং ছবিকে ঘিরে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়ি শহর জুড়ে। পরিষ্কার ভাবে কিছু বোঝা যাচ্ছে না সেই ভিডিও ফুটেজ থেকে। তাই বন কর্মীরা শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 10:10 AM IST