Suvendu Adhikari | Sujan Chakraborty: এবার শুভেন্দুর পাশে সুজন চক্রবর্তী! বিরোধী দলনেতার কাজকে 'বাহবা' বাম নেতার!

Last Updated:

Suvendu Adhikari | Sujan Chakraborty: সুজন চক্রবর্তী এ বিষয়ে বলেন, ''ঠিকই করছেন শুভেন্দু অধিকারী। এটাই তো বিরোধী দলনেতার কাজ। সরকারের কোথায় কী ভুল হচ্ছে, সেটা ধরিয়ে দেওয়াই বিরোধী দলনেতা হিসেবে ওঁর কাজ।''

শুভেন্দুর পাশে সুজন
শুভেন্দুর পাশে সুজন
#কলকাতা: 'অনিয়ম' নজরে এলেই এবার থেকে সরাসরি তাঁকে জানাতে নিজের ই-মেল আইডি জনসমক্ষে প্রকাশ করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় নিজের দীর্ঘ পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন," প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র খাতে বাংলার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবংপঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করার জন্য।'' যদিও কেন্দ্রীয় সরকার সেই অর্থ বরাদ্দের পাশাপাশি বেশ কিছু শর্তও দিয়েছে। সেই শর্তগুলি ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তা নজরে রাখতেই শুভেন্দুর এই পদক্ষেপ। এবার সেই প্রেক্ষিতে বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
সুজন চক্রবর্তী এ বিষয়ে বলেন, ''ঠিকই করছেন শুভেন্দু অধিকারী। এটাই তো বিরোধী দলনেতার কাজ। সরকারের কোথায় কী ভুল হচ্ছে, সেটা ধরিয়ে দেওয়াই বিরোধী দলনেতা হিসেবে ওঁর কাজ। বিরোধী দলনেতা যেন এভাবেই সরকারের ভুল ধরানোর কাজ বজায় রাখেন।''
advertisement
advertisement
যদিও শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সুজন। সুজনবাবুর কটাক্ষ, ''দুজনেই যুব সভাপতি ছিলেন। যে গড়নে শুভেন্দু বড় হয়েছেন, সেই গড়নেই অভিষেক বড় হচ্ছেন। দুই নেতার দ্বন্দ্ব লোক দেখানো। তৃণমূল দিল্লিতে বিজেপির বিরোধী। তবে বিজেপির কী ভুল হচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছে না ঘাসফুল শিবির।''
advertisement
প্রসঙ্গত, অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কয়েকটি শর্ত দিয়েছে রাজ্য সরকারকে। যেমন, নির্মিত রাস্তার দুপাশে সাইন বোর্ড দিতে হবে, যেখানে প্রকল্পের সঠিক নাম, এক্ষেত্রে "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা" লিখতে হবে ও লোগো আঁকতে হবে। রাস্তার উদ্বোধন স্থানীয় সাংসদকে দিয়ে করাতে হবে। ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে তার পরিকল্পনায় স্থানীয় সাংসদের অংশগ্রহণ আব্যশিক। এছাড়াও Road Safety তথা সড়ক নির্মাণের সময় যাত্রী সুরক্ষা, বৃক্ষায়ন ও অন্যান্য কয়েকটি নির্দেশিকাও রয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Sujan Chakraborty: এবার শুভেন্দুর পাশে সুজন চক্রবর্তী! বিরোধী দলনেতার কাজকে 'বাহবা' বাম নেতার!
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement