Repo Rate: বাড়েনি রেপো রেট! ফ্ল্যাট কেনার এটাই কি সেরা সময়? জেনে নিন

Last Updated:

Repo Rate: রেপো রেট অপরিবর্তিত রাখার রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত অবশ্যই ঋণগ্রহীতা, বিশেষ করে বাড়ির ক্রেতাদের কাছে বড় স্বস্তি

ফ্ল্যাট কেনার এটাই কি সেরা সময়
ফ্ল্যাট কেনার এটাই কি সেরা সময়
নিউ দিল্লি: রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। সুদের হার ৬.৫ শতাংশই থাকছে। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতারা। ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধির কারণে যাঁরা দোনামনা করছিলেন, তাঁরা এখন নিশ্চিন্তে বুকিং সেরে ফেলতে পারেন।
যদিও এইচডিএফসি, এসবিআই-এর মতো কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই ঋণের হার বৃদ্ধি করেছে। অন্যান্য ব্যাঙ্কগুলোও তাদের পথ অনুসরণ করবে বলেই অনুমান। তবে রেপো রেট অপরিবর্তিত রাখার রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত অবশ্যই ঋণগ্রহীতা, বিশেষ করে বাড়ির ক্রেতাদের কাছে বড় স্বস্তি।
advertisement
ব্যাঙ্কবাজারডটকম-এর সিইও আদিল শেঠি বলছেন, ‘বাস্তবতার সঙ্গে অর্থনৈতিক আকাঙ্ক্ষার মেলবন্ধন ঘটাতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত শিল্পমহলে ইতিবাচক বার্তা দেবে। তাছাড়া ব্যাঙ্কের সুদের হার যে স্থিতিশীল রয়েছে, এই সিদ্ধান্তে সেই বার্তাও দেওয়া হল। যে সব বাড়ির ক্রেতারা ঋণ নিয়েছেন বা লোন নেওয়ার পরিকল্পনা করছেন, অপরিবর্তিত রেপো রেট থেকে তাঁরাও উপকৃত হবেন’।
advertisement
গত কয়েক মাস ধরেই বাজারে অস্থিরতা রয়েছে। কিন্তু তারপরেও রিয়েল এস্টেটের চাহিদা কমেনি। ফ্ল্যাট বা বাড়ির ক্রেতার সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। এই সিদ্ধান্তে তাঁরা স্বস্তি পেলেন। আদিল শেঠির কথায়, ‘ঋণগ্রহীতাদের সতর্ক থাকতে হবে। উচ্চ সুদের ঋণ আগে শোধ করতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। প্রত্যেক ব্যক্তিরই কিছু আর্থিক দায়বদ্ধতা থাকে। অতিরিক্ত খরচ এড়াতে সময় মতো বিল পরিশোধ করে ফেলাই উচিত’।
advertisement
হোম লোন গ্রহীতারা এখন কী করবেন: হোম লোনে সুদের খরচ কমাতে বেশ কিছু কৌশল নেওয়া যায়। এতে বেশ কিছু টাকা বেঁচে যাবে। যেমন-ক্রেডিট স্কোর ভাল থাকলে কম সুদে লোন পাওয়া যায়। তাই সময়ে বিল পরিশোধ এবং দায়িত্বের সঙ্গে ক্রেডিট পরিচালনা করা উচিত।
advertisement
সুদের হার তুলনা – বাড়ি কেনার জন্য লোন নেওয়ার পরিকল্পনা করলে বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারের তুল্যমূল্য বিচার করা উচিত। সামান্য পার্থক্যই বড় ফারাক গড়ে দিতে পারে।
ঋণদাতার সঙ্গে দর কষাকষি: জিনিসপত্র কিনতে গিয়ে অনেকেই দর কষাকষি করেন। ঋণ নেওয়ার সময়েও এটা করা উচিত। ভাল ক্রেডিট স্কোর এবং স্থিতিশীল আয় থাকলে কম সুদে ঋণ পাওয়া যায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Repo Rate: বাড়েনি রেপো রেট! ফ্ল্যাট কেনার এটাই কি সেরা সময়? জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement