Reliance Retail: ফ্যাশন সচেতন শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! কলকাতায় ২টি ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোর খুলছে রিলায়েন্স রিটেল

Last Updated:

বহু জায়গায় বড় বড় স্টোরে শপিংয়ের ক্ষেত্রে পুরুষ, মহিলা ও শিশুদের সামগ্রীর সেকশন খুঁজে পেতে হামেশাই অসুবিধায় পড়েন গ্রাহকরা। এ-ক্ষেত্রে সেটা হবে না। রিলায়েন্স রিটেলের এই ফ্যাশন স্টোরে সহজেই হাতের কাছে মিলবে প্রয়োজনীয় সেকশন।

ফ্যাশন সচেতন শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! শহরে ২টি ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোর খুলছে রিলায়েন্স রিটেল
ফ্যাশন সচেতন শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! শহরে ২টি ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোর খুলছে রিলায়েন্স রিটেল
কলকাতা: শহরবাসীদের জন্য সুখবর! ফ্যাশনের এক নতুন দিশা খুলে যাচ্ছে দেশের বৃহত্তম রিটেলার রিলায়েন্স রিটেলের হাত ধরে। কারণ সম্প্রতি রিলায়েন্স ফ্যাশন ফ্যাক্টরি স্টোর উদ্বোধনের কথা ঘোষণা করেছে তারা। রিলায়েন্স রিটেল-এর তরফে জানানো হয়েছে যে, শহরের দুই জায়গায় অর্থাৎ বি.টি রোড এবং দমদমে এই স্টোর খোলা হচ্ছে। ফলে শপিংপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত খবরই বটে।
রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, সারা দেশেই এই ফ্যাশন ফ্যাক্টরি অনন্য ভাবে তৈরি করা হয়েছে। রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের অনন্য সম্ভার। যা পাওয়া যাবে আকর্ষণীয় দামে। শুধু তা-ই নয়, এখানে গ্রাহকেরা এক ছাদের তলায় পেয়ে যাবেন ফ্যাশন সংক্রান্ত সমস্ত জিনিসপত্র। অর্থাৎ ফ্যাশনেবল জিনিসপত্র কেনার এখন একটাই ঠিকানা হয়ে উঠবে। এখানে থাকছে ৩৬৫ দিনের ফ্যাশন-সহ ‘ব্র্যান্ডস ফর লেস’। এ-ছাড়া সেরা ব্র্যান্ডগুলির উপর গ্রাহকরা পেয়ে যাবেন ২০ থেকে ৭০ শতাংশের আকর্ষণীয় ছাড়।
advertisement
advertisement
আসলে কলকাতায় ফ্যাশনের ক্ষেত্রে যাঁরা ব্র্যান্ড-সচেতন, তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ। আবার অনেকেই শপিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের উপর আকর্ষণীয় ছাড় পেতে চান, তাঁদের জন্যও এই ফ্যাশন ফ্যাক্টরি স্টোর দুর্দান্ত বিকল্প হয়ে উঠবে। অর্থাৎ আকর্ষণীয় দামে বিভিন্ন ব্র্যান্ড কেনাকাটার ক্ষেত্রে ফ্যাশনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন ফ্যাশন-সচেতন নাগরিকরা।
advertisement
এই ফ্যাশন ফ্যাক্টরি স্টোরে থাকবে আধুনিক বাতাবরণ। বড়-বড় প্রশস্ত করিডরও থাকবে, যার ফলে কেনাকাটার ক্ষেত্রে সুবিধা হবে গ্রাহকদের। আবার বহু জায়গায় বড় বড় স্টোরে শপিংয়ের ক্ষেত্রে পুরুষ, মহিলা ও শিশুদের সামগ্রীর সেকশন খুঁজে পেতে হামেশাই অসুবিধায় পড়েন গ্রাহকরা। এ-ক্ষেত্রে সেটা হবে না। রিলায়েন্স রিটেলের এই ফ্যাশন স্টোরে সহজেই হাতের কাছে মিলবে প্রয়োজনীয় সেকশন।
advertisement
কিন্তু কী কী ব্র্যান্ড থাকছে এখানে? জানা গিয়েছে যে, বিশ্বব্যাপী ট্রেন্ড ধরে রাখার জন্য এখানে থাকছে দু’শোরও বেশি জনপ্রিয় ব্র্যান্ড। এগুলির মধ্যে অন্যতম লিভাইজ, পেপে, ক্রোকোডাইল, স্পাইকার, স্কেচার্স, পুমা, ক্রকস, লি কুপার, বাফেলো, বিশুদ্ধ, হার, পার্ক অ্যাভেনিউ, সৃষ্টি, ভিআইপি, স্কাইব্যাগস, জন প্লেয়ার্স, পিটার ইংল্যান্ড, রেমন্ড এবং আরও অনেক কিছু। এ-ছাড়াও রোজকার পরার জামাকাপড় থেকে শুরু করে পার্টিওয়্যার এবং উৎসব-পার্বণ ও বিয়েতে পরার পোশাকের সম্ভারের সঙ্গে থাকবে গোটা পরিবারের জন্য প্রায় ২০ হাজার স্টাইল অপশন।
advertisement
এই স্টোরে ফ্যাশন সামগ্রীর নানা ক্যাটাগরিতে থাকবে দুর্দান্ত কালেকশন। পোশাক-আশাক, ইনারওয়্যার, জুতো, হ্যান্ডব্যাগ, লাগেজ এবং অ্যাকসেসরিজ তো থাকবেই। সঙ্গে থাকবে ওয়েস্টার্ন, এথনিক, ফর্মাল, ক্যাজুয়াল, ফিউশন, অ্যাথলেজার এবং স্পোর্টস সামগ্রীর বড়সড় পসরা।
আর সবথেকে বড় কথা হচ্ছে, এই নতুন মাল্টি-ব্র্যান্ড ফ্যাশন স্টোর একটা বিশেষ অফার দিচ্ছে। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর ফ্ল্যাট ৬০ শতাংশ এক বিশেষ ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
তা-হলে আর দেরি কীসের? উচ্চমানের ফ্যাশন সংক্রান্ত অভিজ্ঞতা এবং আকর্ষণীয় ছাড়ে কেনাকাটা করার আনন্দের স্বাদ উপভোগ করতে এই দুই স্টোরে অন্তত এক বার ঢুঁ মারা যেতেই পারে!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail: ফ্যাশন সচেতন শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! কলকাতায় ২টি ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোর খুলছে রিলায়েন্স রিটেল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement