Reliance Industries Limited: দেশে গড়ে উঠবে ডেটা সেন্টার; ব্রুকফিল্ডের সঙ্গে হাত মেলাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Last Updated:

Reliance Industries Limited: প্রতিটি এসপিভি-তে ৩৩.৩৩ শতাংশ স্টেক থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এখানেই শেষ নয়, এই উদ্যোগে রিলায়েন্স সমান অংশীদার হতে চলেছে।

এই উদ্যোগে রিলায়েন্স সমান অংশীদার হতে চলেছে
এই উদ্যোগে রিলায়েন্স সমান অংশীদার হতে চলেছে
বড় ঘোষণা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ২৪ জুলাই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে ডেটা সেন্টারের অগ্রগতি এবং উন্নয়নে স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি)-এ বিনিয়োগের জন্য ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল রিয়্য়ালটির সঙ্গে পার্টনারশিপ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুই সংস্থার তরফে এসেছে এক যুগ্ম বিবৃতি। তাতে জানা গিয়েছে যে, প্রতিটি এসপিভি-তে ৩৩.৩৩ শতাংশ স্টেক থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এখানেই শেষ নয়, এই উদ্যোগে রিলায়েন্স সমান অংশীদার হতে চলেছে।
ডিজিটাল রিয়্য়ালটি ট্রাস্ট, আইএনসি হল বিশ্বব্যাপী ক্লাউড এবং ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টার, কলোকেশন এবং ইন্টারকানেকশন সলিউশনের সবথেকে বড় সরবরাহকারী। বিশ্বের মোট ২৭টি দেশ জুড়ে রয়েছে তিনশোরও বেশি ডেটা সেন্টার। ব্রুকফিল্ড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে তাদের একটি যৌথ উদ্যোগ রয়েছে। যা ভারতে এন্টারপ্রাইস এবং ডিজিটাল পরিষেবা সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত চাহিদা মেটাতে উচ্চমানের, উচ্চ-সংযুক্ত, মাপযোগ্য ডেটা সেন্টার তৈরি করছে। এই যৌথ উদ্যোগে এবার সমান অংশীদারিত্ব থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আর ‘ডিজিটাল কানেকশন: আ ব্রুকফিল্ড, জিও এবং ডিজিটাল রিয়্যালটি কোম্পানি’ নামে ব্র্যান্ডিং করা হয়েছে এই যৌথ উদ্যোগের।
advertisement
আরও পড়ুন :  আমদানি-রফতানি নিয়ে বড় বদল, ভারত ও বাংলাদেশ এবার ডলারে নয় রুপিতে করবে ব্যবসা
আপাতত এই যৌথ উদ্যোগের মাধ্যমে চেন্নাই এবং মুম্বইয়ের দুর্দান্ত সব জায়গায় ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। এর প্রথম ২০ মেগাওয়াটের গ্রিনফিল্ড ডেটা সেন্টার তৈরি হচ্ছে চেন্নাইয়ের ১০০ এমডব্লিউ ক্যাম্পাসে। চলতি বছরের শেষের দিকে এই কাজ শেষ হবে বলে আশা। এমনকী এই যৌথ উদ্যোগ সম্প্রতি ঘোষণা করেছে যে, একটি ৪০ এমডব্লিউ ডেটা সেন্টার তৈরি করার জন্য মুম্বইয়ে ২.১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ডেটা সেন্টারগুলি গুরুত্বপূর্ণ টেরেস্ট্রিয়াল পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত থাকবে। এর পাশাপাশি তা সমুদ্রের তলদেশে থাকা কেবলের সঙ্গেও যুক্ত থাকবে। আর ভারতীয় সংস্থাগুলিও বিশ্বব্যাপী সংযোগ গড়ে তুলতে সক্ষম হবে। এছাড়া ভারতও বহুজাতিক সংস্থার অন্যতম পীঠস্থান হয়ে উঠবে।
advertisement
advertisement
ব্রুকফিল্ড ভারত এবং পশ্চিম এশিয়ার হেড অফ ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজিং ডিরেক্টর অর্পিত আগরওয়াল জানিয়েছেন যে, “রিলায়েন্সের সঙ্গে আমাদের বিদ্যমান অংশীদারিত্ব সম্প্রসারণ করতে পেরে আমরা যারপরনাই উচ্ছ্বসিত। আর এই প্ল্যাটফর্মে ভারতীয়রা টেলিকম, টেক এবং ডেটা ল্যান্ডস্কেপে তাঁদের অভিজ্ঞতার দিকটাও তারা তুলে ধরতে পারবেন। ডেটা সেন্টারগুলি ডিজিটালাইজেশনে সহায়তার জন্য জরুরি পরিষেবা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রদান করবেন। রিলায়েন্স এবং ডিজিটাল রিয়্যালটির সঙ্গে মিলে ভারতের ডিজিটাল রূপান্তরের প্রয়োজন মেটাতে আমরা সেরা সমাধানটা আনতে চাই।”
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Industries Limited: দেশে গড়ে উঠবে ডেটা সেন্টার; ব্রুকফিল্ডের সঙ্গে হাত মেলাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement