Huge Job Opportunities In WB: বাংলায় বিপুল কর্ম সংস্থান, সিলিকন ভ্যালিতে ডাটা সেন্টার আদানির, সাইকেল হাবে বিনিয়োগ একাধিক সংস্থা-র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আজ, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
#কলকাতা: বাংলায় বিপুল কর্ম সংস্থানের রাস্তা খুলছে। আজ, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে, যেখানে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ টাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে সরকার। ইতিমধ্যে সেখানে জিও-সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ-ও। বিশাল ডেটা সেন্টার তৈরি পরিকল্পনা রয়েছে, যার জন্য টেক পার্কে ৫১.৭৫ একর জমি লিজ হিসাবে দেওয়া হবে। এই জমিতে আদানি এন্টারপ্রাইজ থাকবে ৯৯ বছরের লিজে। বলা বাহুল্য, এই সেন্টারকে ঘিরে বিশাল কর্ম সংস্থান তৈরি হবে।
দ্বিতীয় সিদ্ধান্তটি হল, খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাবের ঘোষণা করা হয়েছিল। মোট চারটি কোম্পানিকে ৫ একর করে জমি দেওয়া হবে। সাইকেল ম্যানুফ্যাকচারিং পার্ক তৈরি হবে সেখানে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 'কন্যাশ্রী' প্রকল্পে পড়ুয়াদের সরকারের তরফে সাইকেল দেওয়া হয়। রাজ্যে সাইকেলের চাহিদা তুঙ্গে। তাই রাজ্যেই যাতে সাইকেল বানানো যায়, দীর্ঘদিন ধরেই সেই বিষয়ে নানা আলোচনা চলছিল, খোদ মুখ্যমন্ত্রীও এই বিষয়ে উদ্যোগ নেন। অবশেষে তা বাস্তবের পথে। রাজ্যে তৈরি হতে চলেছে সাইকেল হাব। খড়্গপুর শিল্প পার্কে চারটি সংস্থা সাইকেল কারখানা তৈরি করতে বিনিইয়োগ করতে চলেছে। ইউনিরক্স সাইকেল বিনিয়োগ করবে ১০ কোটি, কর্মসংস্থান হবে ১৫০ জনের। বিনিয়োগ করবে মিলাপ সাইকেল, লুনা টায়ারস ও ক্রিমটন ইন্ড্রাস্ট্রি। চার সাইকেল প্রস্তুতিকারী সংস্থা মোট ১১০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
advertisement
ABIR GHOSHAL
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 10:36 PM IST