রিলায়েন্স ডিজিটালে দেদার ডিসকাউন্ট-ক্যাশব্যাক! এই ৫ দিন ক্লিক করলেই কেল্লাফতে

Last Updated:

DIGITAL INDIA SALE: আজ অর্থাত্‍‌ ১১ অগাস্ট থেকে DIGITAL INDIA SALE শুরু করল রিলায়েন্স ডিজিটাল, ভারতের এক নম্বর ইলেক্ট্রনিক্স রিটেলার৷ এই সেল চলবে ১৫ অগাস্ট পর্যন্ত৷ নামী ব্র্যান্ডের মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন-- কী নেই! ডিসকাউন্ট তো পাচ্ছেনই, কোনও ডাউন পেমেন্টও লাগবে না৷

#নয়াদিল্লি: শপিং করবেন ভাবছেন? কিন্তু পকেট সাথ দিচ্ছে না৷ উইন্ডো শপিং তো অনেক হল৷ এ বার একেবারে সস্তায় মনের মতো জিনিস কিনে ফেলুন স্বাধীনতা দিবসের প্রাক্কালে৷ ব্যাপক সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল৷ প্রতিটি কেনাকাটাতেই ক্যাশ ব্যাকের সঙ্গে পাচ্ছেন দুরন্ত ডিসকাউন্ট৷
আরও পড়ুন: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার হাজির মোদি!
আজ অর্থাত্‍‌ ১১ অগাস্ট থেকে DIGITAL INDIA SALE শুরু করল রিলায়েন্স ডিজিটাল, ভারতের এক নম্বর ইলেক্ট্রনিক্স রিটেলার৷ এই সেল চলবে ১৫ অগাস্ট পর্যন্ত৷ নামী ব্র্যান্ডের মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, ওয়াশিংমেশিন-- কী নেই! ডিসকাউন্ট তো পাচ্ছেনই, কোনও ডাউন পেমেন্টও লাগবে না৷ একেবারে ক্লিক করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মনপসন্দ সামগ্রী৷ রিলায়েন্স ডিজিটালের সুবিধা হল, নামী ব্যাঙ্কগুলির সঙ্গে টাই-আপ রয়েছে রিলায়েন্স ডিজিটালের৷ আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক ও কোটাক ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কিনলে, ডিসকাউন্টের উপরে পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশ ব্যাক৷
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে এবার ব্রডব্যান্ড পরিষেবা, ১৫ অগস্ট থেকে আসছে জিও-র JioGigaFiber
সারা ভারতে ৮০০টি শহরে রিলায়েন্স ডিজিটাল ও My Jio স্টোরে এই অফার মিলবে৷ যেমন, মাত্র ১০ হাজার ৯৯০ টাকায় HD LED TV৷ অল ইন ওয়ান প্রিন্টার ও সাউন্ডবার-সহ ল্যাপটপ, রেফ্রিজারেটরের দাম শুরু হচ্ছে ১১ হাজার ৪৯০ টাকা থেকে৷ লোভনীয় অফার রয়েছে মোবাইল ও অ্যাকসেসরিজেও৷
advertisement
advertisement
শুধু অফার দিয়েই কাজ সারছে না রিলায়েন্স ডিজিটাল৷ বাড়তি পরিষেবায় থাকছে, সেরা কাস্টমার সার্ভিস ও রিয়েল টাইম এক্সপেরিয়েন্স৷ যেমন ফ্রি ইন্সস্টলেশন, সিমলেশ ডেলিভারি৷ ২০০-র বেশি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের ৪ হাজারের বেশি প্রডাক্ট পাবেন রিলায়েন্স ডিজিটালে৷ এলইডি টিভি, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি সব৷ তাই এই ৫ দিনে ঘর সাজিয়ে ফেলতে চাইলে রিলায়েন্স ডিজিটালে আপনাকে স্বাগত৷ আর কোয়ালিটি নিয়ে ভাববার কিছু নেই৷ রিলায়েন্স নামটাই যথেষ্ট৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স ডিজিটালে দেদার ডিসকাউন্ট-ক্যাশব্যাক! এই ৫ দিন ক্লিক করলেই কেল্লাফতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement