রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার হাজির মোদি!
Last Updated:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার হাজির মোদি!
#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার উঠে এল প্রধানমন্ত্রীর নাম। নরেন্দ্র মোদির প্রতি তাঁর অনুভব প্রকাশে কখনই দ্বিধা করেননি রিলায়েল্স কর্ণধার মুকেশ আম্বানি। এজিএমেও তাঁর বক্তবে একাধিকবার উঠে আসে মোদির প্রসঙ্গ। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে প্রধানমন্ত্রীর নাম করেন রিলায়েন্স কর্ণধার।
এজিএমে প্রধানমন্ত্রী মোদির ‘মন কী বাত’ ৷ জিও স্মার্টফোন লঞ্চের মঞ্চ। ফোনের ফিচার বোঝালেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও মেয়ে ইশা আম্বানি। ফোনের বিশেষত্ব বোঝাতে চালিয়ে দিলেন নরেন্দ্র মোদির "মন কী বাত" অনুষ্ঠানের অংশবিশেষ।
এই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর শ্রদ্ধা, ভালবাসা কথা ব্যক্ত করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।
advertisement
advertisement
২০১৬-র নভেম্বরে নোট-বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিদ্ধান্ত সমর্থন করেন মুকেশ আম্বানি। বলেন, খুবই কঠিন সিদ্ধান্ত। এর ফলে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ।
জিও-র বিজ্ঞাপনে ব্যবহৃত করা হয় নরেন্দ্র মোদির ছবি
জিও ফোর-জি পরিষেবা শুরুর সময়ে বিভিন্ন কাগজের প্রথম পাতা জোড়া বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে রিলায়েন্স। বিজ্ঞাপনে জিও ফোর-জি পরিষেবা ডিজিটাল ইন্ডিয়াকে উৎসর্গ করে রিলায়েন্স।
advertisement
রিলায়েন্স হাসপাতালের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ----
২০১৪ সালের অক্টোবরে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।
ডিজিটাল ইন্ডিয়া ২০১৫ কনক্লেভেও মোদি প্রসঙ্গ -
২০১৫-য় ডিজিটাল ইন্ডিয়ার অনুষ্ঠানে অংশ নেন মুকেশ আম্বানি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরকারের উদ্যোগের প্রশংসা রেন রিলায়েন্স চেয়ারম্যান।
Location :
First Published :
July 23, 2017 12:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বার বার হাজির মোদি!