মুম্বই: রিলায়েন্স জিও (Reliance Jio) বোর্ডের নতুন চেয়ারম্যান আকাশ আম্বানি (Akash Ambani) ৷ মঙ্গলবার চেয়ারম্যান পদে মুকেশ আম্বানির ইস্তফা গ্রহণ করে বোর্ড ৷ এবং নতুন চেয়ারম্যান আকাশের নিয়োগের অনুমোদন দিয়েছে সংস্থা ৷
২৭ জুন, ২০২২ সংস্থার বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার আকাশের নিয়োগে অনুমোদন দিয়েছে রিলায়েন্স জিও-র বোর্ড। এতদিন পর্যন্ত আকাশ আম্বানি রিলায়েন্স জিও-র অনির্বাহী পরিচালক ছিলেন। পাশাপাশি রিলায়েন্স জিওর ম্যানেজিং ডিরেক্টর পদে বসেছেন পঙ্কজ মোহন পাওয়ার ৷
আরও পড়ুন- অ্যামাজন, গুগল না ফেসবুক- শেষ পর্যন্ত কোন চাকরিতে যোগ দিচ্ছেন বীরভূমের বিশাখ?
এদিকে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ ছাড়লেও Jio Platforms Ltd-এর চেয়ারম্যান পদেই থাকছেন মুকেশ আম্বানি। এ ছাড়া, মঙ্গলবার থেকেই Reliance Jio-র অতিরিক্ত ডিরেক্টরের পদে বসেছেন রামীন্দর সিং গুজরাল ও কে ভি চৌধুরী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akash Ambani, Reliance Industries