E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
1.66 crore informal workers registered on E-Shram portal: অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷
নয়াদিল্লি: শ্রম এবং রোজগার মন্ত্রক (Labour and Employment Ministry)-এর পক্ষ থেকে শনিবার জানানো হয় যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷
মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, শ্রম এবং রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) শনিবার মুম্বইতে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীদের জন্য ই-শ্রম কার্ড বিতরণ করেছেন ৷ ওইসময় ব্যক্তিগতভাবেই ১০ জন শ্রমিকের হাতে কার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ যারা এখন দেশের মধ্যে যে কোনও জায়গায় সরকারি যোজনার লাভ পেতে পারেন ৷
advertisement
Distributed eShram Cards and approval letters for @esichq's Covid-19 Relief Scheme and Atal Beemit Vyakti Kalyan Yojana to workers in unorganised sector in Mumbai today. With the cards in hand, our workers will be able to avail the benefits of govt schemes across India.
— Bhupender Yadav (@byadavbjp) September 25, 2021
advertisement
advertisement
ই-শ্রম পোর্টালে কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে?
ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে https://www.eshram.gov.in/-এ যেতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার (Aadhaar) নম্বর দাখিল করতে হবে। এর পরই আগে থেকে ডেটাবেস থাকা অসংগঠিত শ্রমিকের সমস্ত তথ্য আপনাআপনি দেখা যাবে। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে দিতে হবে। এর পরেও কোনও কিছু আপডেট করতে চাইলে তা করা যাবে। রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ব্যক্তির ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সহ একটি ই-শ্রম কার্ড জারি করা হবে। আরও বিশদ তথ্যের জন্য ১৪৪৩৪ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এমনকী বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের কর্মীদের রেজিস্ট্রেশনও করাতে পারবে।
advertisement
সুবিধা কী থাকছে ?
এই পোর্টালের সাহায্যে বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। যদি কোনও শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তাঁর মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। আর দুর্ঘটনায় যদি আংশিক অক্ষমতা আসে, সে ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 6:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !