E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !

Last Updated:

1.66 crore informal workers registered on E-Shram portal: অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷

Representational Image
Representational Image
নয়াদিল্লি: শ্রম এবং রোজগার মন্ত্রক (Labour and Employment Ministry)-এর পক্ষ থেকে শনিবার জানানো হয় যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷
মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, শ্রম এবং রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) শনিবার মুম্বইতে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীদের জন্য ই-শ্রম কার্ড বিতরণ করেছেন ৷ ওইসময় ব্যক্তিগতভাবেই ১০ জন শ্রমিকের হাতে কার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ যারা এখন দেশের মধ্যে যে কোনও জায়গায় সরকারি যোজনার লাভ পেতে পারেন ৷
advertisement
advertisement
advertisement
ই-শ্রম পোর্টালে কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে?
ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে https://www.eshram.gov.in/-এ যেতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার (Aadhaar) নম্বর দাখিল করতে হবে। এর পরই আগে থেকে ডেটাবেস থাকা অসংগঠিত শ্রমিকের সমস্ত তথ্য আপনাআপনি দেখা যাবে। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে দিতে হবে। এর পরেও কোনও কিছু আপডেট করতে চাইলে তা করা যাবে। রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ব্যক্তির ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সহ একটি ই-শ্রম কার্ড জারি করা হবে। আরও বিশদ তথ্যের জন্য ১৪৪৩৪ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এমনকী বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের কর্মীদের রেজিস্ট্রেশনও করাতে পারবে।
advertisement
সুবিধা কী থাকছে ?
এই পোর্টালের সাহায্যে বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। যদি কোনও শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তাঁর মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। আর দুর্ঘটনায় যদি আংশিক অক্ষমতা আসে, সে ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement