Indian Railways: ট্রেনে কেন নিজের আসন সিলেক্ট করতে পারেন না যাত্রীরা ? এর পিছনে রয়েছে বড় কারণ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Indian Railways: সিট বুকিং করার মেকানিজম- ট্রেনের টিকিট বুকিং করা সিনেমা হলে সিট বুকিংয়ের থেকে অনেকটাই আলাদা ৷
#নয়াদিল্লি: দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাত্রা করে থাকেন ৷ কখনও ভেবে দেখেছেন যে ট্রেনের টিকিট বুকিং করার সময় সিট সিলেক্ট করার কোনও অপশন থাকে না ৷ টিকিট বুকিংয়ের সময় রেলের তরফে যে সিট দেওয়া হয় তাতেই যাত্রা করতে হয় যাত্রীদের ৷ ফ্লাইটে সিট সিলেক্ট করার অপশন থাকলেও আইআরসিটিসি আসন সিলেক্ট করার অনুমতি দেয়না ৷ এর পিছনের আসল কারণটা জানেন ?
সিট বুকিং করার মেকানিজম- ট্রেনের টিকিট বুকিং করা সিনেমা হলে সিট বুকিংয়ের থেকে অনেকটাই আলাদা ৷ সাধারণত বুকিং করার জন্য লগইন করলে কতগুলি আসন খালি রয়েছে দেখা যায় ৷ কিন্তু আপনার পছন্দের আসন সিলেক্ট করার অপশন দেওয়া হয় না ৷ রেলওয়ে যে বুকিং সফ্টওয়্যার ব্যবহরা করা হয় সেটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে ৷ একটি বিশেষ হিসাব কষেই আসন সংরক্ষণ করে।
advertisement
advertisement
কীভাবে বুকিং করা হয়ে থাকে?
ধরে নিন যদি কোনও ট্রেনে S1, S2 S3… S10 নম্বরের স্লিপার কোচ থাকে, এবং প্রত্যেক কোচে ৭২ টি সিট রয়েছে ৷ এই ট্রেনে যদি কোনও ব্যক্তি প্রথম টিকিট বুকিং করে থাকে, সফ্টওয়্যার মাঝের কোচে প্রথমে একটি আসন দেবে, যেমন S5, 30-40 নম্বর সিট মিলবে ৷ এছাড়া রেল প্রথমে লোয়ার বার্থ বুক করে থাকে ৷ সর্বপ্রথমে লোয়ার বার্থের আসন সংরক্ষণ করে। তার পরে ওপরে ওঠে ৷ এটা সাধারণত ভারসাম্যের জন্য মাধ্যাকার্ষণ শক্তির কথা ভেবে করা হয় ৷
advertisement
টিকিট বুকিংয়ের মেকানিজম ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে ৷ না হলে ট্রেন চলার সময় সমস্যা হতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2022 6:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনে কেন নিজের আসন সিলেক্ট করতে পারেন না যাত্রীরা ? এর পিছনে রয়েছে বড় কারণ