Indian Railways: ট্রেনে কেন নিজের আসন সিলেক্ট করতে পারেন না যাত্রীরা ? এর পিছনে রয়েছে বড় কারণ

Last Updated:

Indian Railways: সিট বুকিং করার মেকানিজম- ট্রেনের টিকিট বুকিং করা সিনেমা হলে সিট বুকিংয়ের থেকে অনেকটাই আলাদা ৷

#নয়াদিল্লি: দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাত্রা করে থাকেন ৷ কখনও ভেবে দেখেছেন যে ট্রেনের টিকিট বুকিং করার সময় সিট সিলেক্ট করার কোনও অপশন থাকে না ৷ টিকিট বুকিংয়ের সময় রেলের তরফে যে সিট দেওয়া হয় তাতেই যাত্রা করতে হয় যাত্রীদের ৷ ফ্লাইটে সিট সিলেক্ট করার অপশন থাকলেও আইআরসিটিসি আসন সিলেক্ট করার অনুমতি দেয়না ৷ এর পিছনের আসল কারণটা জানেন ?
সিট বুকিং করার মেকানিজম- ট্রেনের টিকিট বুকিং করা সিনেমা হলে সিট বুকিংয়ের থেকে অনেকটাই আলাদা ৷ সাধারণত বুকিং করার জন্য লগইন করলে কতগুলি আসন খালি রয়েছে দেখা যায় ৷ কিন্তু আপনার পছন্দের আসন সিলেক্ট করার অপশন দেওয়া হয় না ৷ রেলওয়ে যে বুকিং সফ্টওয়্যার ব্যবহরা করা হয় সেটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে ৷ একটি বিশেষ হিসাব কষেই আসন সংরক্ষণ করে।
advertisement
advertisement
কীভাবে বুকিং করা হয়ে থাকে?
ধরে নিন যদি কোনও ট্রেনে S1, S2 S3… S10 নম্বরের স্লিপার কোচ থাকে, এবং প্রত্যেক কোচে ৭২ টি সিট রয়েছে ৷ এই ট্রেনে যদি কোনও ব্যক্তি প্রথম টিকিট বুকিং করে থাকে, সফ্টওয়্যার মাঝের কোচে প্রথমে একটি আসন দেবে, যেমন S5, 30-40 নম্বর সিট মিলবে ৷ এছাড়া রেল প্রথমে লোয়ার বার্থ বুক করে থাকে ৷ সর্বপ্রথমে লোয়ার বার্থের আসন সংরক্ষণ করে। তার পরে ওপরে ওঠে ৷ এটা সাধারণত ভারসাম্যের জন্য মাধ্যাকার্ষণ শক্তির কথা ভেবে করা হয় ৷
advertisement
টিকিট বুকিংয়ের মেকানিজম ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে ৷ না হলে ট্রেন চলার সময় সমস্যা হতে পারে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ট্রেনে কেন নিজের আসন সিলেক্ট করতে পারেন না যাত্রীরা ? এর পিছনে রয়েছে বড় কারণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement