Share Market Closing: শেয়ার বাজারে কালো সোমবার! সেনসেক্স-এ ১৪৫৭ পয়েন্ট পতন, ১৫৭৭৫-এর স্তরের নিচে পড়ে বন্ধ হল নিফটি!

Last Updated:

Share Market Closing: দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ও জারি রইল সেই পতনের ধারাই।

#নয়াদিল্লি: সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনেই যেন ভারতীয় শেয়ার বাজারে (Share Market) নেমে এল অন্ধকার। আজ অর্থাৎ সোমবার বাজার খোলার সময় বিএসই (BSE)-র ৩০টি শেয়ারের সেনসেক্স (Sensex)-এর ক্ষেত্রে ১২০০ পয়েন্ট পতন দেখা গিয়েছিল। সেখানে এনএসই (NSE)-র নিফটি (Nifty) লেনদেনই শুরু করেছিল ১৬০০০-এর স্তরের নিচে। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ও জারি রইল সেই পতনের ধারাই। এদিন সেনসেক্স ১৪৫৬.৭৪ পয়েন্ট অর্থাৎ ২.৬৮ শতাংশ কমে ৫২৮৪৬.৭০-এর স্তরে বন্ধ হয়েছে। অন্য দিকে আবার, নিফটি-ও ৪২৭.৪০ পয়েন্ট অর্থাৎ ২.৬৪ শতাংশ কমে ১৫৭৭৪.৪০-এর স্তরে বন্ধ হয়েছে।
লাভ-ক্ষতির শীর্ষ তালিকায় কারা?
সোমবারের বাণিজ্যে নেসলে ইন্ডিয়া (Nestle India) এবং বাজাজ অটো (Bajaj Auto) নিফটি-র শীর্ষ মুনাফাকারী ছিল। অন্য দিকে, নিফটি-র লোকসানের শীর্ষ তালিকায় ছিল বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv), বাজাজ ফিনান্স (Bajaj Finance), টেক মাহিন্দ্রা (Tech Mahindra), ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank) এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিজ (Hindalco Industries)-এর মতো সংস্থা।
advertisement
advertisement
শুক্রবার লাল সঙ্কেত দিয়ে বন্ধ হয়েছে শেয়ার বাজার:
বিগত সেশনে লাল সঙ্কেত দিয়েই বন্ধ হয়েছিল শেয়ার বাজার। অর্থাৎ গত শুক্রবারের বাণিজ্যের শেষে দেখা যায় যে, সেনসেক্স ১০১৬.৮৪ পয়েন্ট অর্থাৎ ১.৮৪ শতাংশ কমে ৫৪৩০৩.৪৪-এর স্তরে বন্ধ হয়েছে। অন্য দিকে আবার, নিফটি ২৭৬.৩০ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ কমে ১৬২০১.৮-র স্তরে বন্ধ হয়েছে।
advertisement
রুস্তমজী গ্রুপের কোম্পানি কিস্টোন রিয়েলটরস (Keystone Realtors) আইপিও-র জন্য কাগজ জমা দিয়েছে:
আর একটি রিয়েল এস্টেট কোম্পানি খুব শীঘ্রই নিজেদের আইপিও (IPO) আনতে চলেছে। কিস্টোন রিয়েলটরস হল রুস্তমজী গ্রুপেরই একটি অংশ। আইপিও-র মাধ্যমে প্রায় ৮৫০ কোটি টাকা সংগ্রহের জন্য সেবি (SEBI)-র কাছে কাগজপত্রও জমা দিয়েছে তারা৷ এই আইপিও-র মধ্যে রয়েছে ৭০০ কোটি টাকার একটি নতুন ইস্যু এবং প্রোমোটার দ্বারা ১৫০ কোটি টাকা পর্যন্ত ওএফএস (OFS)।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Closing: শেয়ার বাজারে কালো সোমবার! সেনসেক্স-এ ১৪৫৭ পয়েন্ট পতন, ১৫৭৭৫-এর স্তরের নিচে পড়ে বন্ধ হল নিফটি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement