Share Market Closing: শেয়ার বাজারে কালো সোমবার! সেনসেক্স-এ ১৪৫৭ পয়েন্ট পতন, ১৫৭৭৫-এর স্তরের নিচে পড়ে বন্ধ হল নিফটি!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Share Market Closing: দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ও জারি রইল সেই পতনের ধারাই।
#নয়াদিল্লি: সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনেই যেন ভারতীয় শেয়ার বাজারে (Share Market) নেমে এল অন্ধকার। আজ অর্থাৎ সোমবার বাজার খোলার সময় বিএসই (BSE)-র ৩০টি শেয়ারের সেনসেক্স (Sensex)-এর ক্ষেত্রে ১২০০ পয়েন্ট পতন দেখা গিয়েছিল। সেখানে এনএসই (NSE)-র নিফটি (Nifty) লেনদেনই শুরু করেছিল ১৬০০০-এর স্তরের নিচে। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়ও জারি রইল সেই পতনের ধারাই। এদিন সেনসেক্স ১৪৫৬.৭৪ পয়েন্ট অর্থাৎ ২.৬৮ শতাংশ কমে ৫২৮৪৬.৭০-এর স্তরে বন্ধ হয়েছে। অন্য দিকে আবার, নিফটি-ও ৪২৭.৪০ পয়েন্ট অর্থাৎ ২.৬৪ শতাংশ কমে ১৫৭৭৪.৪০-এর স্তরে বন্ধ হয়েছে।
লাভ-ক্ষতির শীর্ষ তালিকায় কারা?
সোমবারের বাণিজ্যে নেসলে ইন্ডিয়া (Nestle India) এবং বাজাজ অটো (Bajaj Auto) নিফটি-র শীর্ষ মুনাফাকারী ছিল। অন্য দিকে, নিফটি-র লোকসানের শীর্ষ তালিকায় ছিল বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv), বাজাজ ফিনান্স (Bajaj Finance), টেক মাহিন্দ্রা (Tech Mahindra), ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank) এবং হিন্দালকো ইন্ডাস্ট্রিজ (Hindalco Industries)-এর মতো সংস্থা।
advertisement
advertisement
শুক্রবার লাল সঙ্কেত দিয়ে বন্ধ হয়েছে শেয়ার বাজার:
বিগত সেশনে লাল সঙ্কেত দিয়েই বন্ধ হয়েছিল শেয়ার বাজার। অর্থাৎ গত শুক্রবারের বাণিজ্যের শেষে দেখা যায় যে, সেনসেক্স ১০১৬.৮৪ পয়েন্ট অর্থাৎ ১.৮৪ শতাংশ কমে ৫৪৩০৩.৪৪-এর স্তরে বন্ধ হয়েছে। অন্য দিকে আবার, নিফটি ২৭৬.৩০ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ কমে ১৬২০১.৮-র স্তরে বন্ধ হয়েছে।
advertisement
রুস্তমজী গ্রুপের কোম্পানি কিস্টোন রিয়েলটরস (Keystone Realtors) আইপিও-র জন্য কাগজ জমা দিয়েছে:
আর একটি রিয়েল এস্টেট কোম্পানি খুব শীঘ্রই নিজেদের আইপিও (IPO) আনতে চলেছে। কিস্টোন রিয়েলটরস হল রুস্তমজী গ্রুপেরই একটি অংশ। আইপিও-র মাধ্যমে প্রায় ৮৫০ কোটি টাকা সংগ্রহের জন্য সেবি (SEBI)-র কাছে কাগজপত্রও জমা দিয়েছে তারা৷ এই আইপিও-র মধ্যে রয়েছে ৭০০ কোটি টাকার একটি নতুন ইস্যু এবং প্রোমোটার দ্বারা ১৫০ কোটি টাকা পর্যন্ত ওএফএস (OFS)।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2022 5:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Closing: শেয়ার বাজারে কালো সোমবার! সেনসেক্স-এ ১৪৫৭ পয়েন্ট পতন, ১৫৭৭৫-এর স্তরের নিচে পড়ে বন্ধ হল নিফটি!