সোনা বা রুপো কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ দেশের সরাফা বাজারে সোমবার সোনা-রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ ১০ গ্রাম সোনা সস্তা হয়ে ৫১,২৭০ টাকা হয়েছে, অন্যদিকে ১ কিলো রুপোর দামও অনেকটাই কমে গিয়েছে ৷ বর্তমানে রুপো ৬০,৭৪৫ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি হচ্ছে ৷ এইচডিএফসি সিকিউরিটিজের (HDFC Securities) তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷