ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরোলে কী করতে হবে ? জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ছেঁড়া নোট সংক্রান্ত আরবিআই-এর নিয়ম (RBI Rule for damaged note)
#নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ছেঁড়া ফাটা নোট পাওয়ার একাধিক অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা ৷ নোট ছেঁড়া বা ফাটা থাকলে সেটা কোনও কাজেই লাগে না ৷ এরকম নোটের মাধ্যমে না শপিং করা যায় না কোনওরকমের পেমেন্ট ৷ তাই এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে অনেকেই চিন্তায় পড়ে যায় ৷ কিন্তু আর চিন্তার কোনও কারণ নেই ৷ এবার এটিএম থেকে পাওয়া ছেঁড়া ও ফাটা নোট বদলানোর অপশন রয়েছে ৷ যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছেন সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে এই নোট বদলাতে পারবেন ৷
তবে এর জন্য কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে ৷ এটিএম যে ব্যাঙ্কের সেই ব্রাঞ্চে গিয়ে এটিএম থেকে টাকা তোলার তারিখ, সময় ও জায়গা জানাতে হবে ৷এটিএম থেকে টাকা তোলার স্লিপও জমা দিতে হবে ৷ স্লিপ না নিয়ে থাকলে মোবাইল ফোনে আসা মেসেজ দেখাতে হবে ৷ নোট বদলানোর বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
ছেঁড়া নোট সংক্রান্ত আরবিআই-এর নিয়ম (RBI Rule for damaged note)
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটিএম মেশিনে নোট লোড করার আগে সেগুলি ভাল করে যাচাই করা হয় ৷ তাই সাধারণত এটিএম থেকে নোংরা বা ছেঁড়া নোট বেরোই না ৷ কিন্তু কোনও কারণের জেরে যদি কোনও ব্যক্তিকে এই সমস্যায় পড়তে হয় তাহলে তিনি ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট বদলে নিতে পারবেন ৷
advertisement
কোনও ব্যাঙ্কই এটিএম থেকে বের হেওয়া ছেঁড়া নোট বদলাতে অস্বীকার করতে পারবে না ৷ ব্যাঙ্ক এই নিয়ম না মানলে কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করা হতে পারে ৷
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, এটিএম থেকে বের হওয়া ছেঁড়া নোটের জন্য দায়ি কেবল ব্যাঙ্ক ৷ এটিএমে টাকা লোড করা এজেন্সির নয় ৷ নোটে কোনও সমস্যা রয়েছে কিনা সেটা যাচাই করা ব্যাঙ্ক কর্মচারীদের দায়িত্ব ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 5:04 AM IST