ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরোলে কী করতে হবে ? জেনে নিন...

Last Updated:

ছেঁড়া নোট সংক্রান্ত আরবিআই-এর নিয়ম (RBI Rule for damaged note)

#নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ছেঁড়া ফাটা নোট পাওয়ার একাধিক অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা ৷ নোট ছেঁড়া বা ফাটা থাকলে সেটা কোনও কাজেই লাগে না ৷ এরকম নোটের মাধ্যমে না শপিং করা যায় না কোনওরকমের পেমেন্ট ৷ তাই এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে অনেকেই চিন্তায় পড়ে যায় ৷ কিন্তু আর চিন্তার কোনও কারণ নেই ৷ এবার এটিএম থেকে পাওয়া ছেঁড়া ও ফাটা নোট বদলানোর অপশন রয়েছে ৷ যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছেন সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে এই নোট বদলাতে পারবেন ৷
তবে এর জন্য কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে ৷ এটিএম যে ব্যাঙ্কের সেই ব্রাঞ্চে গিয়ে এটিএম থেকে টাকা তোলার তারিখ, সময় ও জায়গা জানাতে হবে ৷এটিএম থেকে টাকা তোলার স্লিপও জমা দিতে হবে ৷ স্লিপ না নিয়ে থাকলে মোবাইল ফোনে আসা মেসেজ দেখাতে হবে ৷ নোট বদলানোর বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
ছেঁড়া নোট সংক্রান্ত আরবিআই-এর নিয়ম (RBI Rule for damaged note)
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটিএম মেশিনে নোট লোড করার আগে সেগুলি ভাল করে যাচাই করা হয় ৷ তাই সাধারণত এটিএম থেকে নোংরা বা ছেঁড়া নোট বেরোই না ৷ কিন্তু কোনও কারণের জেরে যদি কোনও ব্যক্তিকে এই সমস্যায় পড়তে হয় তাহলে তিনি ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট বদলে নিতে পারবেন ৷
advertisement
কোনও ব্যাঙ্কই এটিএম থেকে বের হেওয়া ছেঁড়া নোট বদলাতে অস্বীকার করতে পারবে না ৷ ব্যাঙ্ক এই নিয়ম না মানলে কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করা হতে পারে ৷
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, এটিএম থেকে বের হওয়া ছেঁড়া নোটের জন্য দায়ি কেবল ব্যাঙ্ক ৷ এটিএমে টাকা লোড করা এজেন্সির নয় ৷ নোটে কোনও সমস্যা রয়েছে কিনা সেটা যাচাই করা ব্যাঙ্ক কর্মচারীদের দায়িত্ব ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরোলে কী করতে হবে ? জেনে নিন...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement