এবার সস্তায় কিনতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি, SBI দিচ্ছে দুর্দান্ত সুযোগ

Last Updated:

কোথায় করতে হবে রেজিস্ট্রেশন?

নয়াদিল্লি: আপনারও কী বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ সস্তায় বাড়ি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ শীঘ্রই একাধিক প্রপার্টি নিলাম করতে চলেছে এসবিআই ৷ নিলামি ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ৷ যে প্রপার্টিগুলি ডিফল্ট লিস্টের মধ্যে চলে এসেছে সেগুলি ব্যাঙ্কের তরফে নিলাম করা হবে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ব্যাঙ্ক যে প্রপার্টিগুলি নিলাম করতে চলেছে তার মধ্যে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রপার্টি সামিল রয়েছে ৷
advertisement
কবে হবে নিলামি?
স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে ২৫ অক্টোবর ২০২১ এ মেগা ই-অকশন করা হবে ৷ এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি নিলাম করা হবে ৷ এখানে সঠিক দামে প্রপার্টি কেনার সুযোগ রয়েছে ৷
advertisement
কোথায় করতে হবে রেজিস্ট্রেশন?
ব্যাঙ্ক তাদের মেগা ই অকশনের জন্য ইচ্ছুর বিডারদের e Bkray পোর্টাল https://ibapi.in/ রেজিস্ট্রেশন করতে বলেছে ৷ এই পোর্টালে ‘বিডার্স রেজিস্ট্রেশন’-এ ক্লিক করার পর নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
দিতে হবে KYC ডকুমেন্টস -
বিডারদের তাঁদের কেওয়াইসি আপলোড করতে হবে ৷ KYC ডকুমেন্টস ই-নিলামি সার্বিস প্রভাইডারদের মাধ্যমে ভেরিফাই করা হবে ৷
advertisement
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে
প্রপার্টির নিমালি বিষয়ে আরও বিস্তারিত জানতে https://bank.sbi/web/sbi in the news/auction notices/bank e auctions লিঙ্কে ক্লিক করতে হবে ৷
সময় সময়ে প্রপার্টি নিলাম করে থাকে ব্যাঙ্ক
যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের ঋণ শোধ করতে পারেনি সেই সমস্ত প্রপার্টি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করে নেয় ৷ এবং পরে নিলামির মাধ্যমে বকেয়া টাকা তুলে নেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার সস্তায় কিনতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি, SBI দিচ্ছে দুর্দান্ত সুযোগ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement