এবার সস্তায় কিনতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি, SBI দিচ্ছে দুর্দান্ত সুযোগ

Last Updated:

কোথায় করতে হবে রেজিস্ট্রেশন?

নয়াদিল্লি: আপনারও কী বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ সস্তায় বাড়ি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ শীঘ্রই একাধিক প্রপার্টি নিলাম করতে চলেছে এসবিআই ৷ নিলামি ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ৷ যে প্রপার্টিগুলি ডিফল্ট লিস্টের মধ্যে চলে এসেছে সেগুলি ব্যাঙ্কের তরফে নিলাম করা হবে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ব্যাঙ্ক যে প্রপার্টিগুলি নিলাম করতে চলেছে তার মধ্যে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রপার্টি সামিল রয়েছে ৷
advertisement
কবে হবে নিলামি?
স্টেট ব্যাঙ্ক ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে ২৫ অক্টোবর ২০২১ এ মেগা ই-অকশন করা হবে ৷ এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি নিলাম করা হবে ৷ এখানে সঠিক দামে প্রপার্টি কেনার সুযোগ রয়েছে ৷
advertisement
কোথায় করতে হবে রেজিস্ট্রেশন?
ব্যাঙ্ক তাদের মেগা ই অকশনের জন্য ইচ্ছুর বিডারদের e Bkray পোর্টাল https://ibapi.in/ রেজিস্ট্রেশন করতে বলেছে ৷ এই পোর্টালে ‘বিডার্স রেজিস্ট্রেশন’-এ ক্লিক করার পর নিজের মোবাইল নম্বর ও ই-মেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
দিতে হবে KYC ডকুমেন্টস -
বিডারদের তাঁদের কেওয়াইসি আপলোড করতে হবে ৷ KYC ডকুমেন্টস ই-নিলামি সার্বিস প্রভাইডারদের মাধ্যমে ভেরিফাই করা হবে ৷
advertisement
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে
প্রপার্টির নিমালি বিষয়ে আরও বিস্তারিত জানতে https://bank.sbi/web/sbi in the news/auction notices/bank e auctions লিঙ্কে ক্লিক করতে হবে ৷
সময় সময়ে প্রপার্টি নিলাম করে থাকে ব্যাঙ্ক
যে সমস্ত প্রপার্টির মালিকরা তাদের ঋণ শোধ করতে পারেনি সেই সমস্ত প্রপার্টি ব্যাঙ্ক বাজেয়াপ্ত করে নেয় ৷ এবং পরে নিলামির মাধ্যমে বকেয়া টাকা তুলে নেয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার সস্তায় কিনতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি, SBI দিচ্ছে দুর্দান্ত সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement