Business News: হোম লোনে বাঁচাতে পারবেন ১ লক্ষ টাকারও বেশি, দেখে নিন রেপো রেট কমায় সুদের হার কতটা কমল

Last Updated:

ধরা যাক কারও ৯ শতাংশ সুদের হারে ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোন চলছিল। এই হিসাব অনুযায়ী এত দিন পর্যন্ত ইএমআই দিতে হত ২৬৯৯২ টাকা।

News18
News18
মুম্বই: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে আরবিআই তাদের মানিটরি পলিসি মিটিংয়ে রেপো রেট কমিয়ে দিয়েছে, এ কথা এখন সকলেরই জানা। আরবিআই-এর মানিটরি পলিসি মিটিং নিয়ে সব সময়েই যে কৌতূহল তুঙ্গে থাকে, তা রেপো রেটের দিকে ইঙ্গিত করে। সবাই আশা করে থাকেন যে আরবিআই রেপো রেট কমাবে। বলতেই হয়, নাগরিকের প্রত্যাশা পূরণ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই বিষয়ে ঘোষণা করেছেন। রেপো রেট ০.২৫% (২৫ বেসিস পয়েন্ট) হ্রাসের ঘোষণা করা হয়েছে। রেপো রেট কমলে হোম লোন, কার লোন, পার্সোনাল লোনের ইএমআই কমে যায়, অতএব এই দিক থেকে দেখলে তা নাগরিকদের জন্য সুখবর তো বটেই!
যদিও তা সর্বতোভাবে সুখবর নয়। কেন না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুধবার অনুষ্ঠিত তার সর্বশেষ মানিটরি পলিসি মিটিং রেপো রেট ০.২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% করে দেওয়ার সঙ্গে সঙ্গে তা ফিক্সড ডিপোজিটে সুদের হার আরও কমানোর পথ প্রশস্ত করে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক তার মুদ্রানীতির অবস্থান নিরপেক্ষ থেকে সহনশীল-এ স্থানান্তরিত করেছে, যা চলতি বছরের পরের দিকে আবার রেপো রেট কমানোর ইঙ্গিত দেয়।
advertisement
advertisement
বলে রাখা উচিত হবে যে এই নিয়ে দুবার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফেব্রুয়ারিতে ৬.৫০ শতাংশের রেপো রেট কমে হয়েছিল ৬.২৫ শতাংশ আর এবার তা ৬ শতাংশে নেমে এল! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে ব্যাঙ্কগুলোকে লোন দেয়, সেটাকেই রেপো রেট বলা হয়। এ হেন রেপো রেট কমলে ব্যাঙ্কের সুদের বোঝা কমবে, ফলে, তারা নাগরিকদেরও সুদের হারে স্বস্তি দিয়ে থাকে।
advertisement
কার্যত তা হয়েছেও! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমাতেই দেশের চারটি বড় সরকারি ব্যাঙ্কও ল্যান্ডিং রেট কমিয়েছে। এর ফলে, সাধারণ মানুষকে হোম লোন ও কার লোন সহ সকল ধরনের ঋণের উপর কম সুদ দিতে হবে এবং এর ফলে বিদ্যমান ইএমআই-ও কমে যাবে। এই ৪ সরকারি ব্যাঙ্ক লোনের সুদের হার ০.২৫ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। যে সব ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে তাদের মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্ত তাদের বিদ্যমান এবং নতুন ঋণগ্রহীতা উভয়ের জন্যই উপকারী সাব্যস্ত হবে। অন্যান্য ব্যাঙ্ক থেকেও শীঘ্রই একই ধরনের ঘোষণা আশা করা হচ্ছে। এর আগে, আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.০ শতাংশ করার ঘোষণা করেছিল। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো শেয়ার বাজারকে দেওয়া পৃথক তথ্যে বলেছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পর লেোনের সুদের হারে এই সংশোধন করা হয়েছে।
advertisement
চেন্নাই-ভিত্তিক ইন্ডিয়ান ব্যাঙ্ক জানিয়েছে যে ১১ এপ্রিল থেকে তাদের রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক ঋণের হার (RBLR) ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.৭০ শতাংশ করা হবে। এদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বৃহস্পতিবার থেকে আরবিএলআর ৯.১০ শতাংশ থেকে ৮.৮৫ শতাংশে নামিয়ে এনেছে।
advertisement
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন আরবিএলআর ৮.৮৫ শতাংশ, আগে এটি ছিল ৯.১০ শতাংশ। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে নতুন হার বুধবার থেকে কার্যকর হবে। অন্য দিকে, ইউকো ব্যাঙ্ক জানিয়েছে যে তারা ঋণের হার কমিয়ে ৮.৮ শতাংশ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
এবার আসা যাক নাগরিকের লাভের কথায়। ধরা যাক কারও ৯ শতাংশ সুদের হারে ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোন চলছিল। এই হিসাব অনুযায়ী এত দিন পর্যন্ত ইএমআই দিতে হত ২৬৯৯২ টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়ে দিয়েছে ০.২৫ বেসিস পয়েন্ট, এই ২৫ শতাংশের হিসেব ধরলে এখন সুদের হার ৮.৭৫ শতাংশ হওয়ার কথা। সেই অনুসারে, এখন থেকে হোম লোনের ইএমআই হবে ২৬৫১১ টাকা।
advertisement
আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে এ আর কী এমন স্বস্তি, কমেছে তো মোটে ৪৮১ টাকা! কিন্তু ভুললে চলবে না যে বিন্দুতেই সিন্ধু হয়! অতএব, দীর্ঘমেয়াদে এই মাসে মাসে ৪৮১ টাকা বেঁচে যাওয়ার সুফলটাও হিসেব করে নেওয়া যাক! সেই মতো প্রতি বছরে সঞ্চয় হচ্ছে ৫৭৭২ টাকা। এবার লোন ছিল ২০ বছরের, সেই মতো ম্যাচিওরিটির সময়ে মোট সুব বাবদ বাঁচানো যাবে ১ লক্ষ ১৫ হাজার ৪৪০ টাকা!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: হোম লোনে বাঁচাতে পারবেন ১ লক্ষ টাকারও বেশি, দেখে নিন রেপো রেট কমায় সুদের হার কতটা কমল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement