Mutual Fund Investments: মিউচুয়াল ফান্ডে ২৫ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন মিলতে পারে দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Mutual Fund Investments: দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ভাল রিটার্ন পাওয়া সম্ভব। তাই বর্তমানে অনেকেই শেয়ার বাজারের ওঠানামার ভিড়ে সরাসরি শেয়ার না কিনে মিউচুয়াল ফান্ডে ঝুঁকছেন।
advertisement
advertisement
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দুইটি পদ্ধতি রয়েছে। এসআইপি (Systematic Investment Plan) এবং লাম্পসাম (এককালীন বিনিয়োগ)। এস আইপি-তে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। এই পদ্ধতিতে সময়ের সঙ্গে সঙ্গে পুঁজি বাড়ে, এবং বাজারের ওঠানামার প্রভাব কিছুটা কমে যায়। নতুন বিনিয়োগকারীদের জন্য এসআইপি সবচেয়ে সহজ, নিরাপদ এবং নিয়মিত রিটার্ন পাওয়ার উপযুক্ত মাধ্যম।
advertisement
অন্য দিকে, লাম্পসামবিনিয়োগে বিনিয়োগকারী একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। এর সুবিধা হল, বাজারের সঠিক সময়ে এককালীন বিনিয়োগ করে তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়া যায়। তবে এর জন্য বাজার সম্পর্কে ভাল জ্ঞান থাকা জরুরি। কারণ সময় না বুঝে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনাও থাকে। বিশেষজ্ঞদের মতে, যদি হাতে বড় অঙ্কের টাকা থাকে এবং শেয়ার বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে জ্ঞান, তাহলে লাম্পসাম বিনিয়োগই লাভজনক।
advertisement
মিউচুয়াল ফান্ড থেকে দীর্ঘমেয়াদে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এখন যদি কেউ ২৫ বছরের জন্য ৫ লাখ টাকা লাম্পসাম বিনিয়োগ করেন, তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন? লাম্পসাম ক্যালকুলেটর অনুযায়ী, ২৫ বছরে ১২ শতাংশ হারে রিটার্ন পেলে সুদ থেকে লাভ হবে প্রায় ৮০ লাখ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি হাতে পাবেন ৮৫ লাখ টাকা। আর যদি ১৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায় তাহলে মুনাফাও একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তিনি হাতে পাবেন ১.৬৪ কোটি টাকা।
advertisement
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সঞ্চয় করলেই হবে না, সেই সঞ্চয়কে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে হবে। মিউচুয়াল ফান্ড একটি আধুনিক, সহজ ও কার্যকরী পন্থা যা আপনাকে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা দিতে পারে। সন্তানের শিক্ষা, অবসর পরিকল্পনা, নতুন বাড়ি বা গাড়ি কেনার মতো আর্থিক লক্ষ্য থাকলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগই বুদ্ধিমানের কাজ।