EPFO অ্যালার্ট! সুদের টাকা জমা পড়ল কি না বুঝবেন কীভাবে? এই ৪টি উপায়ে ব্যালেন্স চেক করুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Alert: EPFO চারটি সুবিধাজনক পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে যে কোনও সময় নিজের PF ব্যালেন্স দেখে নিতে পারেন গ্রাহক।
কর্মজীবনেসুরক্ষার যোগায় এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (EPF)। এটি দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনা, যেখানে কর্মচারীদের বেতনের নির্দিষ্ট অংশ জমা হয়, এবং সমপরিমাণ অর্থ জমা করে কোম্পানিও। এই সঞ্চয়ের উপর সুদ প্রদান করে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অবসরের পর এই জমা টাকা সুদ সহ তুলে নিতে পারেন কর্মীরা, যা তাদের আর্থিক ভবিষ্যতকে সুরক্ষিত রাখে।
advertisement
advertisement
advertisement
এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্স দেখার পদ্ধতি: পিএফ ব্যালেন্স জানার জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে। এর কিছুক্ষণের মধ্যে গ্রাহকের মোবাইলে ব্যালেন্সের যাবতীয় তথ্য চলে আসবে। তবে ইংরেজিতে। বাংলায় জানতে চাইলে EPFOHO UAN BNG লিখে পাঠাতে হবে। অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এই পরিষেবা পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement