RBI Repo Rate: আরও সস্তা হবে ইএমআই, ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আরবিআই-এর আর্থিক নীতি নির্ধারণ কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
ঋণগ্রহিতাদের স্বস্তি দিয়ে আরও রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এ দিন সকালে জানিয়েছেন, রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ করা হয়েছে৷
আরবিআই-এর আর্থিক নীতি নির্ধারণ কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ডলারের বিনিময়ে টাকার মূল্যহ্রাসের জেরে মুদ্রাস্ফীতিও রেকর্ড পতন হয়েছে৷ এই পরিস্থিতিতে রেপো রেট কমানোর পথেই হাঁটল আরবিআই৷
গত জুন মাসেও রেপো রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৫ শতাংশ করেছিল আরবিআই৷ রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারের বিনিময়ে অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকেই বলা হয়ে রেপো রেট৷ রেপো রেট কমে যাওয়ায় পার্সোনাল, হোম লোনের মতো ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির হার বা ইএমআই কিছুটা কমবে৷ ফলে স্বস্তি পাবেন সাধারণ ঋণগ্রহীতারা৷
advertisement
advertisement
গত মাসেই আরবিআই-এর গভর্নর জানিয়েছিলেন, ভূরাজনৈতিক কারণে বাণিজ্যিক লেনদেনে বাধা সৃষ্টি হলেও দেশের বৃদ্ধির হার যথেষ্ট মজবুত রয়েছে এবং মুদ্রাস্ফীতিতেও লাগাম পরানো সম্ভব হয়েছে৷ নতুন বছরের দিকেও আরবিআই ইতিবাচক প্রত্যাশা নিয়েই তাকিয়ে রয়েছে বলে দাবি করেছিলেন আরবিআই গভর্নর৷
আরবিআই জানিয়েছে, তাদের দেওয়া পূর্বাভাসের থেকেও নীচে নামতে পারে খুচরো মুদ্রাস্ফীতির হার৷ ২০২৫-২৬ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতির হার ২ শতাংশের নীচে নামতে পারে বলেই নতুন পূর্বাভাসে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এর আগে আরবিআই জানিয়েছিল, চলতি অর্থবর্ষে জিডিপি থাকতে পারে ৬.৮ শতাংশ৷ নতুন ভবিষ্যদ্বাণীতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বৃদ্ধির হার আরও বেড়ে ৭.৩ শতাংশে পৌঁছতে পারে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 11:36 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Repo Rate: আরও সস্তা হবে ইএমআই, ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই!

