RBI Repo Rate: আরও সস্তা হবে ইএমআই, ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই!

Last Updated:

আরবিআই-এর আর্থিক নীতি নির্ধারণ কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ঋণগ্রহিতাদের স্বস্তি দিয়ে আরও রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এ দিন সকালে জানিয়েছেন, রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ করা হয়েছে৷
আরবিআই-এর আর্থিক নীতি নির্ধারণ কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ডলারের বিনিময়ে টাকার মূল্যহ্রাসের জেরে মুদ্রাস্ফীতিও রেকর্ড পতন হয়েছে৷ এই পরিস্থিতিতে রেপো রেট কমানোর পথেই হাঁটল আরবিআই৷
গত জুন মাসেও রেপো রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৫ শতাংশ করেছিল আরবিআই৷ রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারের বিনিময়ে অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকেই বলা হয়ে রেপো রেট৷ রেপো রেট কমে যাওয়ায় পার্সোনাল, হোম লোনের মতো ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির হার বা ইএমআই কিছুটা কমবে৷ ফলে স্বস্তি পাবেন সাধারণ ঋণগ্রহীতারা৷
advertisement
advertisement
গত মাসেই আরবিআই-এর গভর্নর জানিয়েছিলেন, ভূরাজনৈতিক কারণে বাণিজ্যিক লেনদেনে বাধা সৃষ্টি হলেও দেশের বৃদ্ধির হার যথেষ্ট মজবুত রয়েছে এবং মুদ্রাস্ফীতিতেও লাগাম পরানো সম্ভব হয়েছে৷ নতুন বছরের দিকেও আরবিআই ইতিবাচক প্রত্যাশা নিয়েই তাকিয়ে রয়েছে বলে দাবি করেছিলেন আরবিআই গভর্নর৷
আরবিআই জানিয়েছে, তাদের দেওয়া পূর্বাভাসের থেকেও নীচে নামতে পারে খুচরো মুদ্রাস্ফীতির হার৷ ২০২৫-২৬ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতির হার ২ শতাংশের নীচে নামতে পারে বলেই নতুন পূর্বাভাসে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এর আগে আরবিআই জানিয়েছিল, চলতি অর্থবর্ষে জিডিপি থাকতে পারে ৬.৮ শতাংশ৷ নতুন ভবিষ্যদ্বাণীতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বৃদ্ধির হার আরও বেড়ে ৭.৩ শতাংশে পৌঁছতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Repo Rate: আরও সস্তা হবে ইএমআই, ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই!
Next Article
advertisement
পাথরপ্রতিমায় কমল আতঙ্ক, বাঘ ফিরে গিয়েছে ধনচির জঙ্গলে, জানাল বন দফতর, হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা 
বাঘ ফিরে গিয়েছে ধনচির জঙ্গলে, পাথরপ্রতিমায় কমল আতঙ্ক, হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা 
  • পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক কমেছে, বাঘটি ধনচির জঙ্গলে ফিরে গেছে. বনকর্মীদের মতে, বাঘটি লোকালয় থেকে জঙ্গলে ফিরে গেছে. রামগঙ্গার রেঞ্জার শেখ কবীর হোসেন জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই. বনদফতর সতর্ক রয়েছে. স্থানীয়রা স্বস্তিতে কাজে ফিরছেন.

VIEW MORE
advertisement
advertisement