রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ভবিষ্যত্‍ উজ্জ্বল ও সুদৃঢ়, জানাল রেটিং সংস্থা S&P Global

Last Updated:

এই সঙ্কটের মধ্যেও মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য আশার খবরই দিচ্ছে রেটিং সংস্থা S&P Global ৷

#মুম্বই: করোনার জেরে দীর্ঘদিনের লকডাউনে দেশের ব্যবসা-বাণিজ্যের হাল অত্যন্ত খারাপ ৷ সমস্যায় পড়েছে ছোট-বড় সব সংগঠনই ৷ ব্যবসায়ীরা কীভাবে লাভের মুখ দেখবেন, তা নিয়ে চিন্তায় ৷ কিন্তু এই সঙ্কটের মধ্যেও মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য আশার খবরই দিচ্ছে রেটিং সংস্থা S&P Global ৷ ‘BBB+’ রেটিংয়ে মুকেশ আম্বানির সংস্থার অবস্থা এখন যথেষ্ট সংগঠিত দেখাচ্ছে ৷ আগামী ১২-২৪ মাস সংস্থার খরচ, সম্পত্তি মনিটাইজেশন এবং আয়, সব দিক থেকে মজবুতই দেখাচ্ছে সংস্থার ভবিষ্যত ৷ রেটিং সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকের সঙ্গে চুক্তির ফলে যে টাকা পাবে জিও, সেই টাকা ঢাললে সংস্থার মোট ঋণের পরিমাণও অনেকাংশ কমবে ৷ ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন প্রয়োগে ই-কমার্স সেক্টরেও সংস্থার উন্নতি সম্ভব হবে ৷ আগামী দু’বছর এর মাধ্যমেই দেশের মধ্যে ডিজিটাল সেক্টরে রিলায়েন্সের উন্নতিসাধন সম্ভব ৷
এর আগে লকডাউনের মধ্যেই ইতিহাস গড়েছে রিলায়েন্স। রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার নিয়েছে ফেসবুক। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা ঢালছে মার্ক জুকারবার্গের সংস্থা। দুনিয়ার সবচেয়ে বেশি ফেসবুক গ্রাহক ভারতে। দুনিয়ার অন্যতম বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই দুই সংস্থা হাত মেলানোয় ডিজিটাল দুনিয়ায় আলোড়নের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষত খুচরো ব্যবসা, ও ডিজিটাল লেনদেনে আরও বড় চমকের অপেক্ষা। ৬ বছর আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। এই চুক্তির পরই ডিজিটাল দুনিয়ায় হোয়াটসঅ্যাপ বিপ্লব। লকডাউনে কার্যত গোটা দুনিয়া যখন থমকে, তখন আর এক বিপ্লবের সাক্ষী গোটা দুনিয়া। তবে এবার তার অভিমুখ ভারতে। রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার হাতে নিয়েছে ফেসবুক। শুধু টাকার অঙ্ক নয়, এই চুক্তির মাধ্যমে আরও বড় পরিবর্তন আসতে চলেছে ভারতে। মত প্রযুক্তিবিদ ও আর্থিক বিশেষজ্ঞদের। এই চুক্তির মাধ্যমেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ এসেছে ৷ জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার নিচ্ছে ফেসবুক ৷ মোট ৪৩,৫৭৪ কোটি লগ্নি ফেসবুকের ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ভবিষ্যত্‍ উজ্জ্বল ও সুদৃঢ়, জানাল রেটিং সংস্থা S&P Global
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement