Ratan Tata Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের ওরলিতে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Ratan Tata Funeral: বুধবার ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শিল্পজগতের এই সুপরিচিত ব্যক্তিত্ব।
শরীর ভাল যাচ্ছিল গত কয়েক দিন ধরেই। যত্নের ত্রুটি ছিল না। কিন্তু ৮৬ বছর বয়স মুখের কথা নয়! ৭ অক্টোবর তাঁর শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। রক্তচাপের ক্রমঅবনতির কারণে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন দেশের প্রথম সারির সুদক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে। কিন্তু কালের আহ্বানে সাড়া দিতেই হয়।
বুধবার ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শিল্পজগতের এই সুপরিচিত ব্যক্তিত্ব। কর্মজীবন তাঁর সশব্দে অনুপ্রাণিত করবে পরবর্তী প্রজন্মকে, কিন্তু রতন টাটা এখন শুধুই এক নৈঃস্তব্ধ্যের নাম। স্নেহময় কণ্ঠে তাঁর পরামর্শ থেকে বঞ্চিতই হবে টাটা গ্রুপ চিরতরে।
আরও পড়ুন: অমূল্য ‘রতন’ হারাল ভারত, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রবাদপ্রতিম এই পুরুষের মরদেহ বর্তমানে কোলাবায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি।
ডিসেম্বর ২৮, ১৯৩৭ সালে রতন টাটা ভারতের অন্যতম ধনী এবং সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী পরিবারে মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে তিনি পার্সি সম্প্রদায়ভুক্ত।
advertisement
বৃহস্পতিবার ওরলি শ্মশানে তাঁকে নিয়ে যাওয়া হবে, সেখানেই সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদার কৃত্যাদি !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 11:06 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের ওরলিতে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য