পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা, গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Last Updated:

Ratan Tata News Live Updates: বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

কলকাতা: পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা। গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। গতকাল রাতেই প্রয়াত টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস। দীর্ঘদিন ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে।

বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটার মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।

রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ দেশ। ভারতের কর্পোরেট সেক্টরে তাঁর অবদান অনস্বীকার্য। এদিন রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান সেলেব্রিট থেকে সাধারণ মানুষ সকলেই।

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। মুম্বই, শিমলা হয়ে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়তে যান রতন টাটা।

আরও পড়ুন- উত্তরপাড়া বলাকার পুজোর থিমে বিরাট চমক..! দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে মানুষের ঢল

১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতকস্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। সাতের দশকে TATA Group-এ ম্যানেজার স্তরের দায়িত্ব পান। ১৯৯১ সালে জেআরডি টাটা TATA Sons-র দায়িত্ব ছাড়লে রতন টাটাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন।

আরও পড়ুন- প্রতীমায় সাবেকিয়ানা, ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী

২০০০ সালে ‘পদ্মভূষণ’, ২০০৮ সালে পান ‘পদ্ম বিভূষণ সম্মান’ পান রতন টাটা। মহারাষ্ট্র, অসম সরকারও তাঁকে সম্মান প্রদান করে। ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি থেকেও সম্মানিত হন।

October 10, 20246:24 PM IST

পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা

পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা। ওরলি শ্মশানে সম্পন্ন হল শেষকৃত্য।

October 10, 20245:45 PM IST

ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট

ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

October 10, 20245:25 PM IST

ওরলি শ্মশানে রতন টাটার মরদেহ, শেষকৃত্যের প্রস্তুতি

ওরলি শ্মশানে রতন টাটার মরদেহ, শেষকৃত্যের প্রস্তুতি

advertisement
October 10, 20245:06 PM IST

শেষকৃত্যের প্রস্তুতি, পঞ্চভূতে বিলীন হবেন রতন টাটা

নরিমেন পয়েন্টে রতন টাটার শেষকৃত্যের প্রস্তুতি।

October 10, 20245:06 PM IST

শেষকৃত্যের প্রস্তুতি, পঞ্চভূতে বিলীন হবেন রতন টাটা

নরিমেন পয়েন্টে রতন টাটার শেষকৃত্যের প্রস্তুতি।

October 10, 20243:27 PM IST

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অমিত শাহ।

advertisement
October 10, 20243:13 PM IST

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির মুকেশ আম্বানি ও নীতা আম্বানি

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।

October 10, 20243:08 PM IST

Ratan Tata Death News LIVE: মুম্বইয়ের ওরলিতে অনুষ্ঠিত হবে শেষকৃত্য

বৃহস্পতিবার সকাল থেকেই রতন টাটাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের বাইরে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ। হাজির হন টাটা গ্রুপের কর্মচারীরাও। সকাল ১০ টা নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে। সেখানে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত শায়িত থাকবে দেহ। শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বিকাল ৪টে নাগাদ মুম্বইয়ের ওরলিতে অনুষ্ঠিত হবে শেষকৃত্য।

October 10, 20243:07 PM IST

Ratan Tata Death News LIVE: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

advertisement
October 10, 20243:06 PM IST

Ratan Tata Last Rites : রতন টাটার শেষকৃত্য

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওরলিতে হবে রতন টাটার শেষকৃত্য। প্রবীণ শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতিরা ভিড় জমাবেন। আশা করা হচ্ছে এমনটাই।

October 10, 20242:14 PM IST

Ratan Tata Death News LIVE: টাটা গ্রুপের প্রবাদপ্রতিমের এই কয়েকটি সাফল্য সবারই অনুপ্রেরণা

সুবিস্তৃত কর্মজীবনে শুধুই ফলেছে সোনা, টাটা গ্রুপের প্রবাদপ্রতিমের এই কয়েকটি সাফল্য সবারই অনুপ্রেরণা

October 10, 20242:13 PM IST

Ratan Tata Death News LIVE: কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

আয়ের একটা বড় অংশ দান করতেন সেবামূলক কাজে, কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

advertisement
October 10, 20242:11 PM IST

Ratan Tata News Live Updates: রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ বলিউডের

কিংবদন্তি শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করলেন অমিতাভ বচ্চন, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, এবং এসএস রাজামৌলি ৷

October 10, 20241:14 PM IST

Ratan Tata Cremation News : ওরলিতে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য

বৃহস্পতিবার ওরলি শ্মশানে তাঁকে নিয়ে যাওয়া হবে, সেখানেই সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদার কৃত্যাদি ! চলছে প্রস্তুতি ৷

October 10, 202412:55 PM IST

Ratan Tata Death News LIVE: আয়ের বড় অংশ যেত দান-কাজে

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। রতন টাটার সম্পদের এই পরিসংখ্যান তাঁর বিশ্বব্যাপী ব্যবসার বিবেচনায় কম বলে মনে হতে পারে। এর কারণ কী। আসলে রতন টাটার আয়ের একটা বড় অংশ চলে যেন সেবামূলক কাজে। ঔদার্যের জন্য খ্যাতি লাভ করেছিলেন তিনি। এমনকী দেশের সবথেকে বড় জনহিতৈষীদের মধ্যে অন্যতম তিনি। নিজের আয়ের একটা বড় অংশ দিয়ে দিতেন টাটা ট্রাস্টে। টাটা ট্রাস্ট হোল্ডিং কোম্পানির অধীনে সংস্থাগুলির দ্বারা করা মোট উপার্জনের ৬৬ শতাংশ অবদান রয়েছে এটির।

advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা, গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement