Provident Fund: সুদ কমালেও ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড এখনও আকর্ষণীয়, কীভাবে দেখে নিন

Last Updated:

Does EPF rate cut make voluntary provident fund unattractive: ১৯৭৮ সালের পর এটাই সবচেয়ে কম সুদের হার। যা গত ৪৩ বছরে সর্বনিম্ন। সুদের হার কমানোয় হতাশ চাকরিজীবীরা।

UAN নম্বর দিয়ে PF ব্যালেন্স চেক করুন
EPF ওয়েবসাইটে UAN নম্বর দিয়ে আপনার PF ব্যালেন্স চেক করতে, আপনার UAN সক্রিয় করতে হবে। (আপনার UAN লগইন কীভাবে সক্রিয় করবেন সে সম্পর্কে আমাদের নির্দেশিকা পড়ুন) নীচে তালিকাভুক্ত হল আপনার UAN ব্যবহার করে EPFO ওয়েবসাইটে EPF ব্যালেন্স (EPF | PF Balance Check) চেক করার ধাপ-ভিত্তিক প্রক্রিয়া। প্রতীকী ছবি। 
UAN নম্বর দিয়ে PF ব্যালেন্স চেক করুন EPF ওয়েবসাইটে UAN নম্বর দিয়ে আপনার PF ব্যালেন্স চেক করতে, আপনার UAN সক্রিয় করতে হবে। (আপনার UAN লগইন কীভাবে সক্রিয় করবেন সে সম্পর্কে আমাদের নির্দেশিকা পড়ুন) নীচে তালিকাভুক্ত হল আপনার UAN ব্যবহার করে EPFO ওয়েবসাইটে EPF ব্যালেন্স (EPF | PF Balance Check) চেক করার ধাপ-ভিত্তিক প্রক্রিয়া। প্রতীকী ছবি। 
#কলকাতা: হোলির মরশুমে মাথায় হাত পড়েছে সরকারি চাকরিজীবীদের। একধাক্কায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) সুদের হার অনেকটা কমিয়ে দিয়েছে কেন্দ্র। এতদিন এই খাতে সুদ মিলত ৮.৫ শতাংশ হারে। ২০২১-২০২২ অর্থবর্ষের জন্য এই সুদের হার কমিয়ে করা হল ৮.১ শতাংশ (Does EPF rate cut make voluntary provident fund unattractive)।
১৯৭৮ সালের পর এটাই সবচেয়ে কম সুদের হার। যা গত ৪৩ বছরে সর্বনিম্ন। সুদের হার কমানোয় হতাশ চাকরিজীবীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার কমালেও এটাই সবচেয়ে ভাল ট্যাক্স এফিসিয়েন্ট উপকরণ, যা নিরাপদ রিটার্ন দেবে।
advertisement
যে কোনও কর্মচারীর বেসিক স্যালারি ও ডিএ-র ১২ শতাংশ পিএফ-এ জমা হয়। এই ১২ শতাংশের মধ্যে ৮.৩৩ শতাংশ ইপিএসে (employees’ pension scheme (EPS) জমা হয় এবং বাকি ৩.৬৭ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। এমপ্লয়ারের শেয়ারের ০.৫০ শতাংশ ইডিএলআই-তে যায়। এখন ধরা যাক কারও মূল বেতন এবং ডিএ হল ১৫ হাজার টাকা। তাহলেই পিএফ-এ তাঁর নিজের অবদান হবে ১২ শতাংশ বা ১ হাজার ৮০০ টাকা। এমপ্লয়ারের তরফে দেওয়া হবে ৫৫০ টাকা। এইভাবে প্রতি মাসে ২,৩৫০ টাকা জমা হবে সেই চাকরিজীবীর অ্যাকাউন্টে।
advertisement
এখন এই ১২ শতাংশ বাদ দিয়ে কর্মচারী তাঁর ইপিএফ অ্যাকাউন্টে আরও বেশি টাকা রাখতে পারেন। তাই একে বলা হয় ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড। কর্মচারী তাঁর সম্পূর্ণ বেসিক পে ভিপিএফে রাখতে পারেন। অন্যান্য নিয়ম একই থাকে। ইপিএফের মতো এই অতিরিক্ত বিনিয়োগেও একই হারে রিটার্ন পাওয়া যায়। ট্যাক্স ছাড়ের সুবিধাও মেলে। তবে অকাল বা আংশিক প্রত্যাহারে বিধিনিষেধ আছে।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী অবসর পরিকল্পনার জন্য ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে বিনিয়োগ চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ল্যাডার ১৭ ফিনান্সিয়াল অ্যাডভাইসরিজের প্রতিষ্ঠাতা সুরেশ সদাগোপনের কথায়, ‘কিছু অংশ করযোগ্য ধরে নিয়েও বলা যায় এটা করমুক্ত এবং ঝুঁকিমুক্ত রিটার্ন দেবে’। তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের নিরিখে ৮.১ শতাংশ সুদও যথেষ্ট ভাল। এর সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না’।
advertisement
পিপিএফের সঙ্গে তুলনাতেও ভিপিএফ অনেক ভাল, অনেক বেশি আকর্ষণীয়। পিপিএফে এই মুহূর্তে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে। বর্তমানে ১০ বছরের জি-সেক-এ এই হার ৬.৮৫ শতাংশ। প্ল্যানরুপি ইনভেস্টমেন্ট সার্ভিসেসের প্রতিষ্ঠাতা অমল জোশীরও একই মত। তিনি বলছেন, ‘যাঁরা ভিপিএফে বিনিয়োগ করছেন, তাঁদের এটা চালিয়ে যাওয়া উচিত। কারণ, এই ৮.১ শতাংশ হারে সুদ শুধু পিপিএফ নয়, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, জি-সেকেন্ড এমনকী জীবন বিমার দেওয়া সুদের হারের থেকে অনেক বেশি’।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Provident Fund: সুদ কমালেও ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড এখনও আকর্ষণীয়, কীভাবে দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement