Agriculture News: বাঁকুড়ার "ম্যাজিক সর্ষে"! ভবিষ্যৎ পাল্টে যেতে পারে জেলার কৃষির

Last Updated:

Agriculture News: দারুণ একটা সর্ষে বীজ। ভবিষ্যৎ পাল্টে যেতে পারে জেলার কৃষির ।

+
সরষে

সরষে চাষ

বাঁকুড়া: ক্ষেতে ধরে আছে সোনার মত সর্ষে। তবে এই সর্ষে উন্নত প্রজাতির। বাঁকুড়ার মত রুক্ষ জায়গাতে উন্নত প্রজাতির সর্ষে চাষ হবে বলে আজ থেকে পাঁচ বছর আগেও ভাবা যেত না। কিন্তু সেই কাজটাই হচ্ছে পুরো দমে। সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের থেকে CS 60 উন্নত প্রজাতির সর্ষের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়ে গেছে।
বাঁকুড়া জেলার ছটি ব্লকে ছাতনা, এবং খাতরা মহাকুমার রাইপুর, রানীবাধ, সারেঙ্গা,খাতড়া, সিমলাপাল ও তালডাংরায় পরীক্ষামূলকভাবে এই বীজের ব্যবহার করা হয়েছে। ফলন এক থেকে দেড় কুইন্টাল থেকে বেড়ে হয়েছে আড়াই থেকে তিন কুইন্টাল। ছয়টি ব্লকের ১২ টি গ্রামে এই কর্মযজ্ঞ চলছে।
advertisement
advertisement
পায়ের ঘাম মাথায় ফেলে, মহাজনের কাছে ধার নিয়ে, বাঁকুড়ার চরমভাবাপন্ন আবহাওয়ার সঙ্গে লড়াই করে মাঠে ফসল ফলান বাঁকুড়ার গরিব কৃষকরা। ফলন ভাল হলে তাদের মুখে হাসি ফোটে। মধ্যবিত্তের বাজারে দাম কমে খাবারের। সেই কারণে এই ধরনের উন্নত মানের বীজ এর গুরুত্ব অপরিসীম। কৃষকরা বলছেন অন্যান্য বীজের চেয়ে এই বীজ বাড়িয়েছে ফলন। পরবর্তীকালে এই উন্নতমানের সিএস সিক্সটি বীজ নিয়ে ভবিষ্যৎ দেখছে কৃষকরা।
advertisement
সর্ষের বহু ব্যবহার রয়েছে। রঙে সোনালী হলেও, রূপক অর্থে একপ্রকার সোনাই বলা চলে। সর্ষে ফুল থেকে আরম্ভ করে ফসল তোলা পর্যন্ত। তেল তৈরি করা থেকে শুরু করে সর্ষেকে বাজারজাত করা পর্যন্ত। সরষের ব্যবহার একাধিক, সেই কারণে এমন একটি বহুমুখী ফসল আগামী দিনে বাঁকুড়া জেলার কৃষি মানচিত্র কে পরিবর্তন করতে পারে বলে মনে করছেন কৃষি আধিকারিকরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বাঁকুড়ার "ম্যাজিক সর্ষে"! ভবিষ্যৎ পাল্টে যেতে পারে জেলার কৃষির
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement