#নয়াদিল্লি: আধার ও প্যান লিঙ্ক (Aadhaar and Pan Linking) করার জন্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে ৷ লিঙ্কিংয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে বহুবার ৷ বর্তমানে আধার ও প্যান লিঙ্কিংয়ের ডেডলাইন বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০২২ ৷ এর আগে লিঙ্কিংয়ের শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর ২০২১ ৷ কিন্তু পরে আরও ৬ মাসের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে ৩১ মার্চ ২০২২ এর মধ্যে লিঙ্ক না করালে আপনাকে জরিমানাও দিতে হতে পারে ৷
আরও পড়ুন: সুখবর! সোনা ও রুপোর দামে পতন, দেখে নিন ১০ গ্রামের দাম
প্যান হয়ে যাবে নিষ্ক্রিয় -
যে ব্যক্তিদের কাছে প্যান ও আধার রয়েছে তাঁদের ক্ষেত্রে লিঙ্কিং বাধ্যতামূলক ৷ আধার ও প্যান লিঙ্ক (Aadhaar and Pan Linking) না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে প্যান নম্বর দিয়ে আপনি কোনও রকমের লেনদেন বা অন্যান্য কাজ যার ক্ষেত্রে প্যান লাগে করতে পারবেন না ৷
আরও পড়ুন: শিক্ষা ঋণে ছাত্রীদের জন্য সুদের হারে ছাড়, জানুন বিস্তারিত!
জরিমানাও দিতে হতে পারে-
আয়কর নিয়ম ১৯৬১ এর ২৩৪ এইচ ধারা অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ ৩১ মার্চ ২০২২ এর মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে আপনাকে জরিমানা দিতে হবে ৷ এই পরিস্থিতিতে আপনাকে ১০০০ টাকা চার্জ দিতে হতে পারে ৷ জেনে নিন প্যান ও আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি ৷
আরও পড়ুন: গ্রাহকদের সতর্ক করল PNB! সাইবার ক্রাইম থেকে বাঁচতে কী পদক্ষেপ নেওয়া উচিত?
আধার ও প্যান লিঙ্ক করার পদ্ধতি
প্যান ও আধার লিঙ্ক (Aadhaar and Pan Linking) না থাকলে ৫ লক্ষ টাকার বেশি সোনা কিনতে পারবেন না ৷ পাশাপাশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ৫০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান থাকা বাধ্যতামূলক ৷ প্যান আধার লিঙ্কিংয়ের জন্য ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.incometaxindiaefiling.gov.in/home) যেতে হবে ৷ এরপর বাঁ-দিকের লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে ৷ এখানে প্যান নম্বর, আধার নম্বর ও অন্যান্য জরুরি তথ্য দিতে হবে ৷ ক্যাপচা কোড দিয়ে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে ৷ এরপর একটি নতুন পেজ খুলে গিয়ে দেখাবে যে আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।