আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না থাকলে হতে পারে বড় লোকসান, জেনে নিন লিঙ্কিংয়ের পদ্ধতি.....

Last Updated:

Aadhaar and Pan Linking: আধার ও প্যান লিঙ্ক করার পদ্ধতি

#নয়াদিল্লি: আধার ও প্যান লিঙ্ক (Aadhaar and Pan Linking) করার জন্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে ৷ লিঙ্কিংয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে বহুবার ৷ বর্তমানে আধার ও প্যান লিঙ্কিংয়ের ডেডলাইন বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০২২ ৷ এর আগে লিঙ্কিংয়ের শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর ২০২১ ৷ কিন্তু পরে আরও ৬ মাসের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে ৩১ মার্চ ২০২২ এর মধ্যে লিঙ্ক না করালে আপনাকে জরিমানাও দিতে হতে পারে ৷
প্যান হয়ে যাবে নিষ্ক্রিয় -
যে ব্যক্তিদের কাছে প্যান ও আধার রয়েছে তাঁদের ক্ষেত্রে লিঙ্কিং বাধ্যতামূলক ৷ আধার ও প্যান লিঙ্ক (Aadhaar and Pan Linking) না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে প্যান নম্বর দিয়ে আপনি কোনও রকমের লেনদেন বা অন্যান্য কাজ যার ক্ষেত্রে প্যান লাগে করতে পারবেন না ৷
advertisement
advertisement
জরিমানাও দিতে হতে পারে-
আয়কর নিয়ম ১৯৬১ এর ২৩৪ এইচ ধারা অনুযায়ী প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ ৩১ মার্চ ২০২২ এর মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে আপনাকে জরিমানা দিতে হবে ৷ এই পরিস্থিতিতে আপনাকে ১০০০ টাকা চার্জ দিতে হতে পারে ৷ জেনে নিন প্যান ও আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি ৷
advertisement
আধার ও প্যান লিঙ্ক করার পদ্ধতি
প্যান ও আধার লিঙ্ক (Aadhaar and Pan Linking) না থাকলে ৫ লক্ষ টাকার বেশি সোনা কিনতে পারবেন না ৷ পাশাপাশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ৫০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান থাকা বাধ্যতামূলক ৷ প্যান আধার লিঙ্কিংয়ের জন্য ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.incometaxindiaefiling.gov.in/home) যেতে হবে ৷ এরপর বাঁ-দিকের লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে ৷ এখানে প্যান নম্বর, আধার নম্বর ও অন্যান্য জরুরি তথ্য দিতে হবে ৷ ক্যাপচা কোড দিয়ে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে ৷ এরপর একটি নতুন পেজ খুলে গিয়ে দেখাবে যে আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না থাকলে হতে পারে বড় লোকসান, জেনে নিন লিঙ্কিংয়ের পদ্ধতি.....
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement