#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের প্রায় ১২ কোটি কৃষকরা ৷ তাঁদের সকলের জন্য রয়েছে অত্যন্ত জরুরি খবর ৷ পিএম কিষান যোজনায় কেন্দ্র সরকারের তরফে বড় বদল করা হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সুবিধাভোগীদের দশম কিস্তির টাকা e-KYC করা হয়ে থাকলে তবেই পাবেন ৷ এই যোজনার ক্ষেত্রে e-KYC বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ অর্থাৎ e-KYC করা না থাকলে আপনার দশম কিস্তির টাকা আটকে যেতে পারে ৷
আরও পড়ুন: এর থেকে বেশি লাগেজ নিয়ে ট্রেনে যাত্রা করলে দিতে হবে বাড়তি চার্জ
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত পিএম কিষান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ পোর্টালে গিয়ে ভেরিফিকেশনের জন্য কিষান কর্নারে গিয়ে e-KYC অপশনে ক্লিক করতে হবে ৷ বায়োমেট্রিক ভেরিফিকেশনের (Biometric Verification) জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যোগাযোগ করতে হবে ৷
বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে পিএম কিষান যোজনার e-KYC করাতে পারবেন
- সবার প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে
- ডান দিকে একাধিক ট্যাব দেখা যাবে ৷ সবার উপরে e-KYC লেখা থাকবে- এরপর সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলেই e-KYC প্রক্রিয়া পুরো হয়ে যাবেআরও পড়ুন: সরকারের এই সিদ্ধান্তের জন্য সস্তা হবে হোম লোন, জানুন কেন!
কোন কৃষকরা পাবেন ৪০০০ টাকা ?
যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাঁদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা এক সঙ্গে ট্রান্সফার করা হবে ৷ অর্থাৎ আগামী কিস্তিতে তাঁরা পেয়ে যাবেন মোট ৪০০০ টাকা ৷ তবে এই সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ৷
আরও পড়ুন: আপনার আধার নম্বর থেকে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে, অনলাইনে এই ভাবে চেক করে নিন....
লিস্টে কী ভাবে চেক করেবন নিজের নাম-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।