#নয়াদিল্লি: রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে ৷ প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাত্রা করেন ৷ এবার ফ্লাইটের মতো ট্রেনে যাত্রা করার সময় কতটা জিনিস একজন যাত্রী নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন তার জন্যেও জারি রয়েছে নিয়ম ৷ তবে অনেকেই এই নিয়মের বিষয়ে জানেন না ৷ রেলে যাত্রা করার সময় প্রত্যেক যাত্রীর এই বিষয়ে জেনে রাখা খুব জরুরি৷
আরও পড়ুন: সরকারের এই সিদ্ধান্তের জন্য সস্তা হবে হোম লোন, জানুন কেন!
রেলে যাত্রা করার সময় একজন ব্যক্তি নিজের সঙ্গে সর্বোচ্চ ৫০ কেজি ওজনের জিনিসের নিয়ে যেতে পারবেন ৷ এর থেকে বেশি জিনিস নিলে দিতে হবে বাড়তি চার্জ ৷ এর জন্য আপনার জিনিসেরও টিকিট নিতে হবে ৷ AC কোচের যাত্রীরা কোনও বাড়তি চার্জ না দিয়ে ৭০ কিলোগ্রাম জিনিস নিয়ে যাত্রা করতে পারবেন ৷ স্লিপারের যাত্রীরা নিজেদের সঙ্গে কেবল ৪০ কিলোগ্রাম জিনিস নিয়ে যাত্রা করতে পারবেন ৷
আরও পড়ুন: ভারতীয় বাজারে মধ্যবিত্তের জন্য ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে MG Motors, জেনে নিন কত হবে দাম!
রোগীদের জন্য আলাদা নিয়ম-
ট্রেনে যাত্রা করার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ থাকলে প্রায় দেড় গুণ বেশি চার্জ দিতে হয় ৷ তবে রোগীদের সঙ্গে নিয়ে যাত্রা করার সময় রেলের আলাদা নিয়ম রয়েছে ৷ চিকিৎসকের পরামর্শে রোগী তাঁর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ও স্ট্যান্ড নিয়ে যেতে পারবেন ৷
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত; দেশে আগামী ২ বছরে তৈরি হবে ২৫০০০ কিমি রাস্তা!
ট্রেনে কী নিয়ে যাত্রা করা নিষেধ ?
রেলওয়ে বোর্ডের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রা করার সময় কোনও ধরনের বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না ৷ অতিরিক্ত চার্জ দেওয়ার পরও আপনি নিজের সঙ্গে সর্বোচ্চ ১০০ কেজি লাগেজ নিয়ে যাত্রা করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।