Pisciculture: কৃষিকাজ ছেড়ে করুন এই ‘চাষ’! মোটা টাকা রোজগার কেউ আটকাতে পারবে না
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
ছোট ছোট ডোবাতে তিনি ক্যাটফিশ জাতীয় শিঙ্গি, মাঙ্গুর, কই মাছ চাষ করে মালামাল হয়ে যান
উত্তর দিনাজপুর: ধান, গম কিংবা সবজি নয় মাছ চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। যুগ যুগ ধরে আমাদের বলা হয় মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া যেন আমাদের দুপুর ও রাতের খাবার চলেই না। কিন্তু মাছ চাষ করে কীভাবে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় জানেন?
স্বল্প সময়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে ব্যাপক পরিবর্তন এনেছেন চাষীরা। ফলে কৃষির পরিবর্তে মাছ চাষে আগ্রহী হচ্ছেন তারা। ছোট ছোট পুকুর জলাশয়ে উন্নত জাতের মাছ চাষ করে স্বচ্ছল হয়েছেন অনেকেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এর ইউসুফ আলী।একটা সময় কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করত।
advertisement
advertisement
কিন্তু আজ নিজের উদ্যোগে নিজের পুকুরে দেশীয় মাছের পাশাপাশি কই, সিংগি ,মাগুর মাছ চাষ করে আজ দারুণ সাফল্যের মুখ দেখছেন। তবে তার আক্ষেপ সরকারিভাবে কোন সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন না। ইউসুফ আলি বলেন, ‘‘আগে কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম। একটা সময় হসপিটালের নার্সে কাজের জন্য ও চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে সফল হতে পারেননি। টাকা দিয়েও বর্তমানে চাকরি পাওয়া যাচ্ছে না।’’
advertisement
তারপর থেকে দেখলাম যে মাছ চাষ করে ভাল লাভ পাওয়া যাবে। তখন থেকে মাছ চাষ শুরু করি। গত ১৯৯৮ সাল থেকে মাছ চাষ করে আসছেন ইউসুফ আলী।
রুই ,কাতলা, মৃগেল, পাঙ্গাস সিলভার কাপ ও ব্রিগেট এসব মাছ চাষের পাশাপাশি বর্তমানে সাত বছর হল তিনি মাগুর, সিঙ্গি ,টেংরা পাবদা, কই, এসব মাছও চাষ করছেন। ছোট ছোট ডোবাতে তিনি ক্যাটফিশ জাতীয় শিঙ্গি, মাঙ্গুর, কই মাছ চাষ করেন । ইউসুফ আলী বলেন রুই ,কাতলা মাছ চাষের থেকে বেশি লাভ ক্যাটফিশ জাতীয় শিঙ্গি, মাগুর চাষে।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 6:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pisciculture: কৃষিকাজ ছেড়ে করুন এই ‘চাষ’! মোটা টাকা রোজগার কেউ আটকাতে পারবে না