নয়াদিল্লি: আজ আরও খানিকটা বাড়ল বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৮৪.৬২ ডলার হয়েছে। ডব্লিউবিটিআইয়ের দামও আজ সামান্য বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৭৮.০৬ ডলার ৷ ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব দেখা যাচ্ছে দেশের বাজারেও। দেশের সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী বেশ কিছু রাজ্যে বদলেছে জ্বালানি তেলের দাম৷
তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: উদ্যান পালন দফতরের তরফে নতুন কী চাষ? হাজার হাজার টাকার অনুদান, লাভও ব্যাপক
গুরুগ্রাম- পেট্রোল ৯৭.১৪ টাকা ডিজেল ৯০.০৫ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
আরও পড়ুন: অপব্যবহারে বাজারে নেই ২০০০-এর নোট? আসল নোট চিনবেন কীভাবে জানুন
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা -পেট্রোল ১০৭.৭৬ টাকা ডিজেল ৯৪.৫২ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।