Agriculture News| New Business Idea|| উদ্যান পালন দফতরের তরফে নতুন কী চাষ? হাজার হাজার টাকার অনুদান, লাভও ব্যাপক

Last Updated:

Agriculture: প্রতি ২০০ স্কয়ার মিটারে পাওয়া যাবে মোটা টাকার অনুদান। দরজা খুলে গেল লাভদায়ী ব্যবসার...

প্রটেক্টেড কাল্টিভেশন বা সেড নেট এর মাধ্যমে চাষ করলে পাওয়া যাবে অনুদান
প্রটেক্টেড কাল্টিভেশন বা সেড নেট এর মাধ্যমে চাষ করলে পাওয়া যাবে অনুদান
বাঁকুড়া: বর্তমানে ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকদের জন্য সরকারি তরফে রয়েছে গুরুত্বপূর্ণ বহুল স্কিম। সাধারণ উদ্যোগী বা যারা কৃষক নন তারা কি তাহলে বঞ্চিত হচ্ছেন? একদমই না। শুধুমাত্র ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক নয় এ বার যে কোনও আগ্রহী ব্যাক্তি RKVY এবং MIDH-এর আওতায় উদ্যান পালন দফতরের সহযোগিতায় 'প্রটেক্টেড কাল্টিভেশন বা সুরক্ষিত চাষ' (সেডনেট ও পলিহাউসের মাধ্যমে)-এর সুবিধা নিতে পারবেন।
প্রটেক্টেড কাল্টিভেশনের হাত ধরে সাধারণ মানুষ পাবেন মোটা অঙ্কের সরকারি অনুদান। এই অনুদান ব্যবহৃত হবে টিউবিইউলার স্ট্রাকচার বসানোর জন্য। বাঁকুড়া জেলার উদ্যান পালন দফতরের অধীনে ইতিমধ্যেই প্রটেক্টেড কাল্টিভেশনের সুবিধা নিচ্ছেন একাধিক আগ্রহী। মূলত ফুল, অর্কিড, জারবেরা ফুল ক্যাপসিকামের চাষ হয় এই পদ্ধতিতে।
আরও পড়ুনঃ গন্ধে প্রাণ যায়, সেই সিদল শুঁটকির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, হুড়মুড়িয়ে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স
টিউবিউলাস স্ট্রাকচার দুই ধরনের, বাঁশ দিয়ে বানানো এবং জিআই পাইপ দিয়ে বানানো। বাঁশের বানানো অস্থায়ী টিউবিউলার স্ট্রাকচার বানাতে প্রতি ২০০ স্কয়ার মিটারে প্রায় ৪৫ হাজার (৫০%) টাকার অনুদান পাওয়া যাবে। যদিও বাঁশের বানানো অস্থায়ী টিউবিউলাস স্ট্রাকচার বেশিদিন টেকে না। দ্বিতীয়ত জি আই পাইপ দিয়ে টিউবিউলার স্ট্রাকচার বানাতে গেলে প্রতি স্কোয়্যার মিটারে ৫৩০ টাকা সরকারি অনুদান পাওয়া যাবে। জিআই পাইপ দিয়ে বানানো টিউবিউলার স্ট্রাকচার ৮-১০ বছর পর্যন্ত স্থায়ী হয়।
advertisement
advertisement
বাঁকুড়া উদ্যানপালন দফতরের সহযোগিতায় এই যোজনার অধীনে আসতে পারেন যে কেউ। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার খাতড়ায় এবং ইন্দপুরে শুরু হয়েছে প্রোটেকটেড চাষ। এ বিষয়ে বাঁকুড়ার ডেপুটি ডিরেক্টর অফ হটিকালচার কৃষ্ণেন্দু নন্দন জানান, 'সঠিক পদ্ধতি মেনে যদি কৃষক চাষ করতে পারে তাহলে এই ধরনের পলি হাউস বা সেড নেটের খরচ দুই থেকে তিন বছরের মধ্যে উঠে আসে।' অর্থাৎ পলি হাউস বা সেডনেটের মাধ্যমে তৈরি হতে পারে স্থায়ী সচ্ছল ব্যবসা।
advertisement
এই যোজনায় নাম লেখাতে গেলে নিকটবর্তী উদ্যান পালন দফতরে অথবা পঞ্চায়েত সমিতি থেকে ফর্ম নিয়ে ফিলাপ করতে হবে। কোনও সমস্যা হলে নিকটবর্তী উদ্যানপালন দফতরে যোগাযোগ করতে হবে। এপ্লিকেশন করতে যে প্রয়োজনীয় নথি গুলি প্রয়োজন সেগুলি হল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাংকের পাস বই এর প্রথম পাতা, চেক বই এবং জমির কারেন্ট পর্চার জেরক্স।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News| New Business Idea|| উদ্যান পালন দফতরের তরফে নতুন কী চাষ? হাজার হাজার টাকার অনুদান, লাভও ব্যাপক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement