নিউ দিল্লি: PAN কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক (PAN-Aadhaar Linking) করার শেষ তারিখ (PAN-Aadhaar Link Last Date) হল ৩১ মার্চ। যে ব্যবহারকারীরা শেষ তারিখ পর্যন্ত এই দুটি গুরুত্বপূর্ণ কার্ড লিঙ্ক করাবেন না, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) জানিয়েছে যে দেশের মোট ৬১ কোটি প্যান কার্ডের মধ্যে প্রায় ৪৮ কোটি প্যান এখনও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি।
আপনি যদি এখনও এই কাজটি না করে থাকেন, তবে এটি করার জন্য এখনও হাতে বেশ কয়েকদিন সময় আছে। আপনি যদি জানেন না আপনার প্যান আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনি সহজেই ঘরে বসে অনলাইনে আপনার প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা, তা জানতে পারবেন।
এখন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে ১ হাজার টাকা ফি দিতে হয়। CBDT আশাবাদী যে প্যান আধার লিঙ্কিংয়ের কাজটি মার্চের বাকি দিনগুলিতে আরও বাড়বে। বাড়িতে বসেই অনলাইনে এই পদ্ধতি মানলে আপনি সহজেই প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক রয়েছে কিনা তা জানতে পারবেন।
আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যান। সেখানে Quick links অপশনে ক্লিক করুন। এখানে 'Link Aadhaar Status' অপশনে ক্লিক করুন। প্যান এবং আধার সম্পর্কিত তথ্য পূরণ করুন। এর পরে 'View Link Aadhaar Status'-এ ক্লিক করুন। এর পরে আপনার সামনে একটি পপ-আপ খুলবে। এখানে আপনি তথ্য পাবেন যে প্যান আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না।
আরও পড়ুন, কাউন্টডাউন শুরু, আর মাত্র ক'দিন বাকি! প্যান-আধার লিঙ্ক না হলে মহাবিপদে পড়বেন
আরও পড়ুন, মার্চের মধ্যেই লিঙ্ক করুন প্যান-আধার, না হলেই মহা বিপদ! কী ভাবে করবেন? রইল নিয়ম
এই পদ্ধতিতে আপনি সহজ ভাবেই জানতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।