PAN-Aadhaar Linking: কাউন্টডাউন শুরু, আর মাত্র ক'দিন বাকি! প্যান-আধার লিঙ্ক না হলে মহাবিপদে পড়বেন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
PAN-Aadhaar Linking: প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল ৩১ মার্চ।
নয়া দিল্লি: আপনি যদি এখনও আপনার প্যান কার্ডকে আধার (PAN-Aadhaar Linking) এর সঙ্গে লিঙ্ক না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন। প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল ৩১ মার্চ (PAN-Aadhaar Link Last Date)। যদি কেউ দুটি কার্ড এখনও লিঙ্ক না করে থাকেন, তবে তাঁর প্যান কার্ডটি অবৈধ ঘোষণা করা হবে।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) থেকে তথ্য দেওয়া হয়েছে যে প্যান কার্ডধারীরা যদি ৩১ শে মার্চের মধ্যে সরকারের দেওয়া নির্দেশ না মানে, তবে তাদের ব্যবসা এবং ট্যাক্স সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ করে দেবে। সম্প্রতি, CBDT-এর চেয়ারপার্সন নীতিন গুপ্তা বলেছেন, মোট ৬১ কোটি PAN গ্রাহকদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৪৮ কোটি আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক করিয়েছেন। তবে এখনও মার্চ মাসের সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে কয়েক কোটি PAN কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর যদি সময়ের মধ্যে লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
advertisement
কীভাবে লিঙ্ক করতে হবে
এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা দিতে হচ্ছে।
advertisement
প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এর ফর্ম্যাট হল UIDPAN
advertisement
কীভাবে প্যান-আধার লিঙ্ক চেক করবেন
আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। সেখানে 'Link Aadhaar Status' অপশনে ক্লিক করুন। প্যান এবং আধার সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। এর পরে 'view link aadhaar status'-এ ক্লিক করুন,
advertisement
আপনার সামনে একটি পপ-আপ খুলবে, যেখানে আপনি তথ্য পাবেন যে প্যান আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 11:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN-Aadhaar Linking: কাউন্টডাউন শুরু, আর মাত্র ক'দিন বাকি! প্যান-আধার লিঙ্ক না হলে মহাবিপদে পড়বেন