Overseas Shopping: বিদেশে কেনাকাটা করতে চান কিন্তু নগদ নেওয়ার অনুমতি নেই? এই বিকল্পগুলো বেছে নিতে পারেন

Last Updated:

Overseas Shopping: একটা সময় ছিল যখন নগদ এবং ট্রাভেলার চেক নিয়ে ঘুরতে বেরতেন পর্যটকরা। ইদানীং সে সব ব্যাকডেটেড।

বিদেশে কেনাকাটা করতে চান কিন্তু নগদ নেওয়ার অনুমতি নেই? এই বিকল্পগুলো বেছে নিতে পারেন
বিদেশে কেনাকাটা করতে চান কিন্তু নগদ নেওয়ার অনুমতি নেই? এই বিকল্পগুলো বেছে নিতে পারেন
#কলকাতা: করোনায় ২ বছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছে আন্তর্জাতিক উড়ান। পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে বহু দেশ (Overseas Shopping)। কিন্তু মোটা টাকা নিয়ে বিদেশে বেড়াতে যাওয়া মুশিকল। এ জন্য ১০ হাজার ডলার ফোরেক্স কেনার অনুমতি দেয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।
একটা সময় ছিল যখন নগদ এবং ট্রাভেলার চেক নিয়ে ঘুরতে বেরতেন পর্যটকরা। ইদানীং সে সব ব্যাকডেটেড। এখন ডেবিট বা ক্রেডিট কার্ডের সঙ্গে ট্রাভেলার কার্ড সঙ্গে রাখাটাই দস্তুর। নীরজ ভগত অ্যান্ড কোং-এর এমডি এবং সিএ রুচিকা ভগত বলছেন, ‘নগদ টাকা নিয়ে ঘুরলে চুরি ডাকাতির ভয় থাকে। তাই আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেটম পাঞ্চ কার্ডের মতো কার্ড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তা ছাড়া নগদ বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা আছে। কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করলে যত খুশি টাকা খরচ করা যায়’।
advertisement
advertisement
অল্প খরচ: তবে কাছে অল্প পরিমাণ বিদেশি মুদ্রা নগদে রাখতে হবে। কারণ সব জায়গায় কার্ড ব্যবহার করা যায় না। ক্যাব নিয়ে কোথাও ঘুরতে গেলে কিংবা কোলা ডিসপেন্সিং মেশিনে নগদেই মেটাতে হবে। এক্ষেত্রে এফসি নোট নেওয়ার পরামর্শ দিচ্ছেন আজুকে পার্সোনাল ফিনান্স অ্যাডভাইসারির প্রতিষ্ঠাতা চৈতালি দত্ত।
advertisement
ট্রাভেল কার্ড: ট্রাভেল কার্ড ফোরেক্স কার্ড নামেও পরিচিত। পর্যটকদের কাছে এই কার্ড অত্যন্ত জনপ্রিয়। বৈদেশিক মুদ্রা রূপান্তর করতে সময় এবং চার্জ দুটোই লাগে। ট্রাভেল কার্ড থাকলে সেই ঝামেলা নেই। পর্যটক যে দেশে বেড়াতে যাচ্ছেন সেই দেশের মুদ্রা পেতে ট্রাভেল কার্ড সাহায্য করে। দু’ধরনের ট্রাভেল কার্ড হয়, সিঙ্গল কারেন্সি এবং মাল্টি কারেন্সি। প্রয়োজন অনুযায়ী প্রিলোড করে নিলেই হল। এই কার্ড কমপক্ষে পাঁচ বছর বৈধ থাকে।
advertisement
ডেবিট কার্ড: ডেবিট কার্ডগুলি স্থানীয় মুদ্রায় ফোরেক্সের জন্য সুবিধাজনক৷ ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলা যাবে। তবে বিদেশ থাকাকালীন আন্তর্জাতিক ডেবিট কার্ড বেছে নিতে হবে। কারণ দেশি ডেবিট কার্ড হলে অত্যধিক চার্জ দিতে হবে। আর আন্তর্জাতিক ডেবিট কার্ড হলে অ্যাকাউন্টে থাকা অর্থ স্থানীয় মুদ্রায় থাকবে। এছাড়া এতে ডিসকাউন্ট এবং অফার তো মেলেই সঙ্গে ট্রাভেল বিমাও পাওয়া যায়।
advertisement
ক্রেডিট কার্ড: এটাই সবচেয়ে সুবিধাজনক। তবে এর নেতিবাচক দিকটা হল, বৈদেশিক মুদ্রার রূপান্তর হার। ভারতীয় ক্রেডিট কার্ড হলে কার্ডে যে ব্যালেন্স আছে তা ভারতীয় মুদ্রায় রয়েছে। সেই ক্রেডিট কার্ডে লেনদেন করলে রূপান্তর ফি চার্জ করা হবে। ধরা যাক কেউ ভারতীয় ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউরো খরচ করছেন। এক্ষেত্রে আইএনআর থেকে ইইউআর রূপান্তর করতে ফি প্রযোজ্য হবে। এই ফি লেনদেনের পরিমাণের ৩.৫ শতাংশ পর্যন্ত হতে পারে। যাই হোক, কিছু কার্ড আছে যেগুলি বৈদেশিক মুদ্রার লেনদেনে কম মার্কআপ ফি চার্জ করে এবং বিশেষ করে। এটা যাঁরা প্রায়ই বিদেশ ভ্রমণ করেন তাঁদের জন্য উপযোগী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Overseas Shopping: বিদেশে কেনাকাটা করতে চান কিন্তু নগদ নেওয়ার অনুমতি নেই? এই বিকল্পগুলো বেছে নিতে পারেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement