Cash Transactions: আয়কর আইন অনুযায়ী কত টাকা পর্যন্ত নগদ লেনদেন করা যায়? নিয়ম ভাঙলে জরিমানা কত?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কালো টাকা আটকাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় নগদ লেনদেনের একাধিক সীমা নির্ধারণ করেছে।
#কলকাতা: এ দেশে নগদ লেনদেনের চল বহু পুরনো। ভারতীয় অর্থনীতিতে এর গুরুত্বও অপরিসীম। উল্টো দিকে এটা ‘কালো টাকা’(Black Money) সাদা করার একটা বহু ব্যবহৃত কৌশল। কালো টাকা আটকাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় নগদ লেনদেনের একাধিক সীমা নির্ধারণ করেছে। এই সীমার বেশি নগদ টাকা দিলে বা গ্রহণ করলে প্রদত্ত বা প্রাপ্ত পরিমাণের উপর ১০০ শতাংশ পর্যন্ত জরিমানা আদায় করার নিয়ম রয়েছে (Cash Transaction)।
ভারতের আয়কর আইনে ২ লাখের বেশি নগদ লেনদেন নিষিদ্ধ। সে যে কোনও ক্ষেত্রেই হোক না কেন। অর্থাৎ যদি কেউ এক লপ্তে ৩ লক্ষ টাকার গয়না কেনেন, তাহলে তাঁকে অবশ্যই চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বিল মেটাতে হবে। এমনকী, পরিবারের কোনও সদস্যের কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলতে হবে। উচ্চ মূল্যের লেনদেনে নগদের ব্যবহার কমাতে ২৬৯ এসটি ধারার আওতায় ২ লাখ টাকার বেশি নগদ গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর মানে এক দিনে একজন নিকটাত্মীয়ের কাছ থেকেই ২ লাখ টাকার বেশি গ্রহণ করতে পারবেন না।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এই নিয়মে কোনও অনুষ্ঠানে ২ লাখের বেশি নগদ উপহারও গ্রহণ করা যাবে না। যদি নিয়ম না মেনে কেউ ২ লাখ টাকার বেশি নগদ নেন তাহলে প্রাপ্ত পরিমাণের সমান জরিমানা দিতে হবে। অনেকেই আয়কর ছাড় পেতে স্বাস্থ্য বিমা কেনেন। কিন্তু সে ক্ষেত্রেও নগদে টাকা দেওয়া উচিত নয়। কারণ নিয়ম অনুযায়ী যদি কেউ বিমার প্রিমিয়াম নগদে মেটান, তাহলে তিনি ৮০ডি ধারার অধীনে ছাড় পাবেন না। তাই ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে প্রিমিয়াম দেওয়া উচিত। একজন ব্যক্তি একটি আর্থিক প্রতিষ্ঠান বা বন্ধুর কাছ থেকে যদি নগদ ঋণ নেন, তা হলে মোট পরিমাণ ২০ হাজারের বেশি হলে চলবে না। ঋণ পরিশোধের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ২০ হাজার টাকার বেশি হলে সেটা চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফারের মতো মাধ্যম ব্যবহার করা আবশ্যক।
advertisement
সম্পত্তি লেনদেনের ক্ষেত্রেও সর্বাধিক নগদ লেনদেনের পরিমাণ ২০ হাজার টাকা। যদি অগ্রিম দেওয়া হয়, সে ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি একদিনে কোনও ব্যক্তিকে নগদে প্রদান করা হয় সেক্ষেত্রে স্ব-নিযুক্ত করদাতারা ১০ হাজার টাকার বেশি ছাড় দাবি করতে পারেন না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2022 11:11 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cash Transactions: আয়কর আইন অনুযায়ী কত টাকা পর্যন্ত নগদ লেনদেন করা যায়? নিয়ম ভাঙলে জরিমানা কত?