Union Budget 2022: ইনকাম ট্যাক্স দেন শুধু দেড় কোটি মানুষ, তা হলে আয়কর তুলে দিলে ক্ষতি কী?

Last Updated:

Union Budget 2022: আয়কর তুলে দিলে ক্ষতি কী?

#নয়াদিল্লি: ১৩০ কোটির দেশ। আয়কর দেন মাত্র দেড় কোটি। তাহলে কেন এই আয়কর নিয়ে এত মাতামাতি? আয়কর তুলে দিলেই বা ক্ষতি কী? প্রশ্ন অনেকেরই। ভারতে একশো তিরিশ কোটি জনসংখ্যার মধ্যে আয়কর দেন মাত্র এক শতাংশ ৷ তাহলে কেন বাজেটের আগে এই আয়কর নিয়ে এত শোরগোল? কেনই বা এত বছর ধরে আয়কর নিচ্ছে কেন্দ্রীয় সরকার?
আয়কর তুলে দিলে ক্ষতি কী?
সুব্রহ্মণ্যম স্বামীর মতো বিজেপি সাংসদ যাঁরা আয়কর ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে তাঁদের যুক্তি,
advertisement
১. আয়কর নেওয়া বন্ধ করে দিলে করদাতাদের হাতে বাড়তি টাকা থাকবে
২. সেই টাকা তাঁরা খরচ করবেন
৩. এতে অর্থনীতি আরও সচল হবে
advertisement
৪. আয়কর না থাকলে কালোটাকা বলেও কিছু থাকবে না
৫. তখন বাজারে আরও বেশি টাকা বিনিয়োগের সম্ভাবনা
৬. তাছাড়া, আয়কর না থাকলে দফতর চালানোর বিপুল খরচও থাকবে না
তাহলে আয়কর কেন?
১. ২০২০-২১ আর্থিক বছরের হিসেব অনুযায়ী, কর বাবদ কেন্দ্রের রাজকোষে জমা পড়েছে ২৪ লক্ষ ২৩ হাজার কোটি টাকা
advertisement
২. যার মধ্যে শুধুমাত্র আয়কর বাবদ এসেছে ৬ লক্ষ ২৫ হাজার কোটি
৩. অর্থাৎ কর থেকে আয়ের প্রায় ২৬ শতাংশই আয়কর
৪. আয়কর তুলে দিলে কেন্দ্রের এই বড় আয়ের উৎস বন্ধ হয়ে যাবে
সেক্ষেত্রে আয়ের জন্য বিকল্প পথে খুঁজতে হবে।
বিকল্প আয়ের পথ কী ? অর্থনীতিবিদদের একাংশের মতে,
১. ফিক্সড ডিপোজিটের মতো স্বল্পসঞ্চয় প্রকল্পে সুদ বাড়ানো যেতে পারে
advertisement
২. তাতে সঞ্চয়ের প্রবণতা বাড়বে
৩. অন্যদিকে, ঋণের উপর সুদের হার কমানো যেতে পারে
৪. তাতে ঋণ নেওয়া এবং লগ্নির প্রবণতা বাড়বে
৫. দেশের আর্থিক বৃদ্ধিতে গতি আসবে
বিকল্প আয়ে বিপদ
advertisement
অর্থনীতিবিদদের আরেক অংশের মতে,
আয়কর বন্ধের ক্ষতি জিএসটি বাড়িয়েও উসুল করে নেওয়া যেতে পারে ৷ কিন্তু, সেক্ষেত্রে দেড় কোটি মানুষের কর না দেওয়ার বোঝা প্রায় ১২৯ কোটি নাগরিকের ঘাড়ে গিয়ে পড়বে৷ কারণ, জিএসটি বাড়লে দাম বাড়বে৷ যাঁদের আয়কর দিতে হয় না তাঁদেরও বেশি দামে সেই জিনিস কিনতে হবে ৷
আয়কর ছাড়াই আয়
আয়কর না নিয়েও যে অর্থনীতির ঘোড়া ছোটানো সম্ভব তা দেখিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ।
advertisement
সে দেশে সাধারণ জনতাকে আয়কর দিতে হয় না
কর্পোরেট ট্যাক্স দিতে হয় তেল সংস্থা এবং বিদেশি ব্যাঙ্কগুলিকে
ভারতের সিকিমেও স্থায়ী বাসিন্দারা আয়করের আওতার বাইরে
এককালে আয়করের আওতার বাইরে ছিল জম্মু-কাশ্মীরও
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: ইনকাম ট্যাক্স দেন শুধু দেড় কোটি মানুষ, তা হলে আয়কর তুলে দিলে ক্ষতি কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement