Money Making Tips: বস্তার মধ্যেই হবে লঙ্কা ও আদা চাষ! বিশেষ এই পদ্ধতিতে হবে বিপুল লাভ

Last Updated:

Agriculture News: এতে চাষের ক্ষেত্রে সুবিধা হচ্ছে অনেকটাই। কম সার ও কম আগাছা নাশক প্রয়োগ করতে হচ্ছে তাঁকে। গাছের গোড়ায় আগাছা কম হচ্ছে।

+
বস্তায়

বস্তায় লঙ্কা ও আদা চাষ

কোচবিহার: বছরের এই মরসুমে বহু কৃষক লঙ্কা ও আদা চাষ করে থাকেন। জেলার এমনই এক কৃষক লঙ্কা ও আদা চাষ করেছেন। তবে তিনি গতানুগতিক পদ্ধতিতে এই চাষ করেননি। করেছেন বিশেষ এক পদ্ধতির মাধ্যমে। জমিতে আদা ও লঙ্কা একসঙ্গে চাষ করাটা বেশ কিছুটা কঠিন কাজ। তাই তিনি বস্তার মধ্যেই করেছেন এই দুই চাষ। এইভাবে চাষ করার মাধ্যমে চাষের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায় এমনটাই জানাচ্ছেন তিনি। দুই বছর পরপর তিনি এভাবে চাষ করেছেন। এতে তিনি লাভ পেয়েছেন অনেকটাই বেশি।
কৃষক মহম্মদ আলি মিঞা জানান, “দীর্ঘ সময় ধরে তিনি চাষ করেন। এটাই তাঁর পেশা। তবে গতানুগতিক চাষ আবাদে বর্তমান সময়ে খুব একটা লাভ হয় না। তাই নিত্যনতুন পদ্ধতি তিনি ব্যবহার করে থাকেন চাষের ক্ষেত্রে। চলতি মরসুমে তিনি চাষ করেছেন লঙ্কা ও আদা। তবে তিনি এই দুই চাষ করেছেন বস্তার মধ্যে। এতে তাঁর চাষের ক্ষেত্রে সুবিধা হচ্ছে অনেকটাই। কম সার ও কম আগাছা নাশক প্রয়োগ করতে হচ্ছে তাঁকে। গাছের গোড়ায় আগাছা কম হচ্ছে, কিন্তু গাছের গুণগত মান হচ্ছে ভাল বেশ অনেকটা।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “প্রথমে সার ও মাটি মিশিয়ে নিয়ে বস্তায় ভরা হয়েছে। তারপর লঙ্কার বীজ থেকে তৈরি চারা সাবধানে বস্তায় লাগানো হয়েছে। এভাবেই আদাও লাগানো হয়েছে বিস্তার মধ্যে। এতে জমির পরিচর্যা করতে বাড়তি সময় দিতে হচ্ছে না। গাছের পরিচর্যা করতে হচ্ছে কম। তবে গাছের মান হচ্ছে ভাল এবং ফলনও হচ্ছে অনেকটাই ভাল পরিমাণ। গতবছর এই ভাবেই চাষ করে বেশ ভাল টাকা উপার্জন করেছেন তিনি। এভাবে তিনি চাষ করেছেন ৯০০ বস্তা। এতে খরচ হবে ১০০০০ টাকা। তবে লাভ আসবে দ্বিগুণের বেশি।”
advertisement
এই বিশেষ পদ্ধতির মাধ্যমে চাষ করলে চাষের জমিতে জল আটকে গাছের ক্ষতি হওয়ার বিষয় থাকে না। এছাড়াও জমিতে আগাছা বেশি হয় না। প্রয়োগ করতে হয় না, খুব একটা বেশি পরিমাণে সার। তাই এই পদ্ধতিতে চাষ করা অনেকটাই লাভজনক মনে করেন বহু কৃষি অভিজ্ঞ ব্যক্তি। জেলার আরোও কৃষক এই পদ্ধতিতে চাষ করে লাভ পাবেন নিশ্চিত।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বস্তার মধ্যেই হবে লঙ্কা ও আদা চাষ! বিশেষ এই পদ্ধতিতে হবে বিপুল লাভ
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement