হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Bank Of Baroda-র গ্রাহকদের জন্য সুখবর! কার্ড ছাড়াই এটিএম থেকে তুলতে পারবেন টাকা

Bank Of Baroda-র গ্রাহকদের জন্য সুখবর! এবার কার্ড ছাড়াই এটিএম থেকে তুলতে পারবেন টাকা ....

ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে গিয়ে কী করতে হবে দেখে নিন-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: অনেক সময় দেখা গিয়েছে যে বাড়িতে এটিএম কার্ড ভুলে রেখে এসেছেন বা কোনও কারনে এটিএম কার্ড নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ আর এর জেরে দরকার থাকলেও এটিএম থেকে টাকা তোলা যায়নি ৷ তবে এবার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন পরিষেবা নিয়ে হাজির হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ এবার এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷

আরও পড়ুন: আজ কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম কত বাড়ল? দেখে নিন এখানে....

ব্যাঙ্কের তরফে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ক্যাশ অন মোবাইল (Cash on Mobile) ৷ এর জন্য গ্রাহকের ফোনে ব্যাঙ্ক অফ বরোদার M-Connect Plus App থাকতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম থেকে টাকা তোলা যাবে ৷

আরও পড়ুন: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....

ব্যাঙ্ক অফ বরোদার ক্যাশ অন মোবাইল পরিষেবা-

>> ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের কেবল BOB M-Connect Plus App খুলতে হবে এবং কার্ডলেস ট্রানজাকশনের জন্য ওটিপি জেনারেট করতে হবে ৷

>> M-Connect Plus App এ লগইন করে প্রিমিয়াম পরিষেবা ট্যাবে ক্লিক করতে হবে

>> এরপর ক্যাশ অন মোবাইল পরিষেবায় ক্লিক করতে হবে

>> এবার আপনার অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে, কত টাকা তুলতে চান সেটা দিয়ে সাবমিট করতে হবে

>> রিকোয়েস্ট সাবমিট করার পর ব্যাঙ্ক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবে

ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে গিয়ে কী করতে হবে দেখে নিন-

এবার ওটিপির সঙ্গে নিকটবর্তী ব্যাঙ্ক অফ বরোদার এটিএমে যেতে হবে ৷ এটিএম স্ক্রিনে Cash on Mobile অপশন সিলেক্ট করতে হবে ৷ ওটিপি যেটা আপনার মোবাইলে এসেছে সেটা দিয়ে টাকা অ্যামাউন্ট দিয়ে সাবমিট করতে হবে ৷

আরও পড়ুন: মাইনর থেকে বিনিয়োগকারীর স্টেটাস বদলে মেজর করার ধাপগুলি কী কী?

এর আগে স্টেট ব্যাঙ্কের তরফেও এই পরিষেবা চালু করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা YONO অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে কার্ড ছাড়া ক্যাশ তোলার সুবিধা পেয়ে থাকেন ৷ এবার এরকম পরিষেবা চালু করল ব্যাঙ্ক অফ বরোদা ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: ATM Cardless Transaction, Bank Of Baroda