Car Loans: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
গাড়ি কেনার ঋণের জন্য যোগ্যতার প্রাথমিক বিষয়গুলি নীচে দেওয়া রয়েছে :
#কলকাতা: ধরা যাক, এক ব্যক্তি গাড়ি কিনতে চাইছেন। আর গাড়ি কেনার জন্য কার লোন নিতে চাইছেন তিনি। এ বার সেই ব্যক্তি লোনের পাওয়ার জন্য যোগ্য কি না, সেই বিষয়ে বোঝা যাবে কী ভাবে। আর লোন পাওয়া গেলেও গ্রাহককে কী কী জরুরি নথি (Documents) দাখিল করতে হবে। আসলে গাড়ি ঋণ বা কার লোনের জন্য যোগ্যতার মানদণ্ড ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ, বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria) ভিন্ন ভিন্ন হয়। প্রয়োজনীয় নথির ক্ষেত্রেও বিষয়টা ঠিক সে রকমই। তবে কিছু প্রাথমিক বিষয় রয়েছে, যা প্রায় সমস্ত ব্যাঙ্কের জন্য একই রকম থাকে। সেই সব প্রাথমিক বিষয় প্রসঙ্গে যাওয়ার আগে আলোচনা করে নেওয়া যাক, গাড়ি ঋণের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলির বিষয়ে।
গাড়ি ঋণের বৈশিষ্ট্য এবং সুবিধা:
advertisement
ভারতে গাড়ি ঋণের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্য এবং সুবিধা লক্ষ্য করা যায়। গাড়ির লোনের সুবিধাগুলি এ ক্ষেত্রে দেখে নেওয়া যাক--
advertisement
advertisement
advertisement
advertisement
গাড়ি কেনার ঋণের জন্য যোগ্যতার প্রাথমিক বিষয়গুলি নীচে দেওয়া রয়েছে :
advertisement
লোনের অনুমোদনের জন্য কিছু নথি ব্যাঙ্কে জমা দিতে হবে। কী কী নথি লাগবে, তা বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু নিজের পরিচয়পত্র-সহ এমন কিছু নথি রয়েছে, যা অবশ্যই দাখিল করতে হবে।
advertisement
প্রাথমিক ভাবে গাড়ির লোনের জন্য কী কী নথি লাগবে, তার একটি তালিকা দেওয়া হল:
পরিচয়ের প্রমাণপত্র (যে কোনও একটি) |
|
ঠিকানার প্রমাণপত্র (যে কোনও একটি) |
|
আয়ের প্রমাণপত্র |
|
কার লোনের অনুমোদনের জন্য আবেদন করার উপায়?
ধাপ | প্রয়োজনীয় নথি | কেন? |
গাড়ির লোনের জন্য আবেদন করতে হবে | সমস্ত অফার প্যাকেজগুলি তুলনা করে দেখতে হবে | সব চেয়ে কম সুদের হারে কোন ব্যাঙ্ক সব চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ হিসেবে প্রদান করছে, তা নির্ধারণ করা যাবে |
আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে | গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট / গত ৩ মাসের স্যালারি স্লিপ / গত ২ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ | গ্রাহকের ঋণ পরিশোধ করার ক্ষমতা বিচার করতে পারবে ঋণদাতা |
পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে | প্যান কার্ড / ভোটার আই-ডি কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইন্সেস / পাসপোর্ট ইত্যাদি | গ্রাহকের জাতীয়তা, পরিচয় এবং স্থায়ী ঠিকানা সম্বন্ধে জানতে পারবে ঋণদাতা |
ঋণের রেকর্ড | প্যান কার্ড | গ্রাহকের পূর্বের ঋণের রেকর্ড এবং স্টেটমেন্ট যাচাই করে ঋণদাতা বুঝতে পারবে, গ্রাহক আগে ঠিক করে লোন পরিশোধ করেছেন কিনা, ক্রেডিট স্কোর কেমন রয়েছে এবং আবেদনকারী অনুমোদন যোগ্য কিনা |
যে গাড়ি কিনতে ইচ্ছুক তার তথ্য | যেখান থেকে গাড়ি কেনা হবে, সেই শোরুম থেকে দেওয়া ক্রয়ের রসিদ এবং অন্যান্য কাগজপত্র | ঋণদাতা নিশ্চিত হতে পারবে, গ্রাহক সঠিক উদ্দেশ্যে ঋণের আবেদন করছেন কিনা |
গাড়ির বিমা এবং ড্রাইভিং লাইসেন্সের প্রমাণপত্র | গাড়ির বিমা এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের কাগজ | গাড়ির ক্রয় আইনি ভাবে বৈধ কিনা এবং কেনার পর সমস্ত নির্দেশিত নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, সেই বিষয়ে ঋণদাতা নিশ্চিত হতে পারবে |
Location :
First Published :
December 05, 2021 7:42 AM IST