North Dinajpur News: বাড়ির পাশে পরিত্যক্ত জমি ফেলে না রেখে চাষ করুণ এই ফসল! লাভ হবে ব্যাপক
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
বাড়ির পাশে পরিত্যক্ত জমি কিংবা পুকুরের আগাছা জমা জায়গা ফেলে না রেখে এবার স্বল্প জলে চাষ করুন জল কচু অর্থাৎ শোলা কচু।
উত্তর দিনাজপুর: বাড়ির পাশে পরিত্যক্ত জমি কিংবা পুকুরের আগাছা জমা জায়গা ফেলে না রেখে এবার স্বল্প জলে চাষ করুন জল কচু অর্থাৎ শোলা কচু। এই বর্ষায় বাজারে সবজির ঘাটতি দেখা দেয় ফলে বর্ষায় শোলা কচু চাষ কিন্তু ভীষণ ভাবে লাভজনক। এই শোলা কচুর লতি বেশ জনপ্রিয় ।এই শোলা কচু চাষে নেই পোকার আক্রমণ ও রোগবালাই, ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা ও নেই।
সেই সঙ্গে বর্তমান বাজারে, স্বাস্থ্যের জন্য উপকারী এই সবজির চাহিদা বাড়ায় শোলা কচু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। শোলা কচু চাষের ব্যাপারে কৃষক বইজু বর্মন জানান, বাণিজ্যিকভাবে এই শোলা কচু চাষের জন্য চৈত্র মাসে চারা রোপণ করতে হয়।
advertisement
advertisement
তবে শোলা কচুর গাছ থেকে ফলন সংগ্রহ যে কোনও সময় করা যায়। হেক্টর প্রতি সাধারণত ৩৭-৩৮ হাজার চারার প্রয়োজন হয়। সারি থেকে সারির দূরত্ব ৬০ সে.মি এবং চারা থেকে চারার দূরত্ব ৪৫ সে.মি.।
advertisement
জল কচু চারা রোপণের আগে এর সমস্ত পাতা, শিকড় ও কাণ্ডের তলার কিছু অংশ কেটে ফেলতে হবে। এতে করে চারা দ্রুত মাটিতে লেগে যায়। জমি কাদাময় না হলে রোপণের পর পরই জল সেচের ব্যবস্থা করতে হবে। যে সব জায়গা অনেক জল জমে সেখানে এই চারা লাগানো ভাল। এতে বর্ষার জলে তলিয়ে গেলেও এই গাছের ক্ষতি হয়না ফসল তোলা যায়।
advertisement
বইজু বর্মন জানান, এই শোলা কচু পলি দোঁআশ ও এঁটেল মাটিতে চাষের জন্য উপযোগী। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে জমিতে সবসময় জল থাকলে আগাছার উপদ্রব কম হয়। আগাছার মধ্যে শামুক আশ্রয় নেয় ও কচুর লতি গাছে উঠে পাতা খায়। তাই জমিতে আগাছা থাকলে পরিষ্কার করে দিতে হবে।
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Dinajpur News: বাড়ির পাশে পরিত্যক্ত জমি ফেলে না রেখে চাষ করুণ এই ফসল! লাভ হবে ব্যাপক








